ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজেকে বিয়ে করা সেই ভাইরাল টিকটকারের রহস্যজনক মৃত্যু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:৪২

তুরস্কের টিকটকার কুবরা আইকুতের মরদেহ উদ্ধার হয়েছে। ২৬ বছর বয়সী এই তরুণী নিজেকে নিজে বিয়ে করে আলোচনায় এসেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটে। ৫ তলার একটি ফ্ল্যাটে থাকতেন কুবরা।

সবশেষ এই টিকটকারের ভিডিওতে নিজের ঘর পরিষ্কার করতে দেখা গেছে। টিকটক ও ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফরমে কুবরার ৩ মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে। ২০২৩ সালে পাত্র ছাড়া বিয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন, নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পাওয়ায় এমন কাজ করেছেন তিনি।

নিজেকে বিয়ের অনুষ্ঠানে একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন কুবরা। শুধু তাই নয়, অনুষ্ঠানে ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করে এগিয়ে যান তিনি।

এছাড়া সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে ‘নার্ভাস ব্রাইড’ বলে বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মজার টিকটক করে লোক হাসানো এই মেয়েটির মৃত্যুতে তার অনুসারীরা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইস্তাম্বুলে কুবরার মরদেহ উদ্ধারের পর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

T.A.S / T.A.S