ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
ছিনতাইকারীর কবলে পড়লেন চিত্রনায়িকা রাজ রিপা। গত শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সে সময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই হয়।
রাজ রিপা গণমাধ্যমে জানান, তার ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের। তার কথায়, ‘এই ফোন আমার কাছে শুধু ফোন সেট নয়, আমার কাছে এটি খুব আবেগের একটি ব্যাপার। কারণ, মুক্তি সিনেমার এক সাহসী অ্যাকশন দৃশ্যে আমি অংশ নেই। তখন আমার পারফর্ম্যান্সে খুব খুশি হন পরিচালক ইফতেখার চৌধুরী। খুশি হয়ে আমাকে ফোন সেটটি উপহার দেন।’
ঘটনার দিনের ভয়াবহতা জানিয়ে রাজ রিপা বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে অংশ নিতে বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। সেদিন আমার গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌঁড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না। ফোনটি হারানোয় আমি দুইদিন হাউমাউ করে কেঁদেছি।’
জানা গেছে, ঘটনার পর তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Aminur / Aminur
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?
‘আমার সন্তানদের রেহাই দিন’
এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?
বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!
বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?
তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?
বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল
আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়?
ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন : জেফার