ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৫ বিকাল ৫:৪০

বাংলাদেশে মর্যাদা ও সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো “সেনসেশন কনডম প্রেজেন্টস – সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ও গুণী ব্যক্তিবর্গ, যারা নিজেদের অর্জন, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বনির্ভরতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সায়েফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর (এস এম সি)। বক্তব্যে তিনি বলেন, “স্বনির্ভর মানুষই দেশের প্রকৃত সম্পদ। এ ধরনের উদ্যোগ অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক রাজু আলিম, এবং মহমুদ হাসান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, ঢাকা রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাঁরা স্বনির্ভরতার গুরুত্ব, তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকার ওপর আলোকপাত করেন।
পুরো অনুষ্ঠানের শো ডিরেক্টর ছিলেন কাজী নাজমুল হাসান, চেয়ারম্যান (এম এন মাল্টিমিডিয়া)। তাঁর দক্ষ পরিচালনা ও এম এন মাল্টিমিডিয়ার অভিজ্ঞ দলীয় সংগঠনের কারণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটি আয়োজন করেছে এম এন মাল্টিমিডিয়া।
এবারের “সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪”–এ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা, পেশাগত দক্ষতা, উদ্যোক্তা মনোভাব এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে বিজয়ীরা পুরস্কার অর্জন করেন।
স্বনির্ভর তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী ও পরিশ্রমী মানুষের এগিয়ে যাওয়ার পথে এই উদ্যোগ আরও উদ্দীপনা যোগাবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

Aminur / Aminur