ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফিউশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সুবর্ণচর শাখার সভাপতি হাসান, সম্পাদক নাইমুর


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৩৩

সুবর্ণচর অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল, শিক্ষামূলক ও প্রগতিশীল পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে বিশেষ ভূমিকা রাখা এবং জাতীয় পর্যায়ে সুবর্ণচরের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সুবর্ণচরের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন ফিউশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সুবর্ণচর শাখার কমিটি গঠন করা হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী হাসান আহাম্মেদকে সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক করে সুবর্ণচর শাখার কমিটি অনুমোদন দেয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) শাবিপ্রবির আহ্বায়ক সাইদুর রহমান, বশেমুরবিপ্রবির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ তাওহিদ হাসান, বেরোবির সদস্য সচিব মো. জাকের হোসেন কমিটির অনুমোদন দেন।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পবিপ্রবির ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী জারিন তানজিম সামান্তা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ববির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হক হৃদয়। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ববির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না সুলতানা এবং কোষাধ্যক্ষ হিসেবে কুবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্তকে মনোনীত করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী সাবিহা সুলতানা পুষ্পা। দপ্তর সম্পাদক পদে শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন এবং উপ-দপ্তর সম্পাদক পদে রাবির গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ মিরাজকে নির্বাচিত করা হয়েছে।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চামেকের এমবিবিএস শিক্ষার্থী আমাতুননুর প্রাপ্তি এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বশেমুরবিপ্রবির এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সহকারী কোষাধ্যক্ষ পদে ববির ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সাহেদ এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জাককানইবির জনপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নূর হোসেন আরিফকে মনোনীত করা হয়েছে। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে হাবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. জামাল উদ্দিন এবং প্রচার সম্পাদক হিসেবে ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাবেদ হোসেন দায়িত্ব পেয়েছেন। উপ-প্রচার সম্পাদক পদে ইবির আল-হাদিস বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন জাহিদ এবং সাহিত্য বিষয়ক সম্পাদক পদে জাককানইবির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম মিঠুকে মনোনীত করা হয়েছে।

ক্রীড়া সম্পাদক হিসেবে ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পান্থ মজুমদার এবং উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে ববির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন। জনসংযোগ সম্পাদক পদে ববির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রাশেদ উদ্দিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে হাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী মো. মোতাইরুল হক ফাহাদ দায়িত্ব পেয়েছেন। উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ববির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির ক্যাম্পাস প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন- পবিপ্রবির ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী জারিন তানজিম সামান্তা, বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী সাবিহা সুলতানা পুষ্পা, শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ মাইদুল ইসলাম, পবিপ্রবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থী অপু পাঠক, চামেকের এমবিবিএস শিক্ষার্থী মাহমুদা তাসনিম তাহা, ববির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীম জাহান হিরন, জাককানইবির মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নুর নাহার বেগম, হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আতিক উল্যাহ, ববির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পূর্ণ মজুমদার, রাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান, ইবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম, মাভাবিপ্রবির ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সাইন্স বিভাগের শিক্ষার্থী মহিদুল হাসিব, কুবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আজিজূর রহমান শান্ত, বশেমুরবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী স্মৃতি রানী সূত্রধর, সিকৃবির ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থী অন্তর চন্দ্র দেবনাথ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান।

নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- ববির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম শাকিল, ববির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস নবী, বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান লাবনী, রাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন, ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রায়হান, বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাফায়েত উল্যাহ এবং ববির আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী।

কমিটিতে প্রধান উপদেষ্ঠা হিসেবে রয়েছেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন। সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন, শাহিন খালেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাজুল ইসলাম, প্রভাষক, পদার্থ বিজ্ঞান বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডা. মো. জাকির হোসাইন, দিনাজপুর মেডিকেল কলেজ, ডা. সাবিহা শারমিন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত