ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

জাহাঙ্গীরনগরের শিক্ষককে আটকে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ১:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ’পুলিশি হামলায় মদদ’ দেয়ার অভিযোগ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দর্শন বিভাগের ওই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি এনামুল হক বলেন, তাকে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। আশুলিয়ার পুলিশ তাকে পাহারা দিয়ে কোতোয়ালি থানাতেই রেখেছে। শুক্রবার তাকে আদালতে উপস্থাপন করবে আশুলিয়ার পুলিশ।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে অধ্যাপক ফরিদকে হস্তান্তর করেন। আমরা খোঁজ নিয়ে জানতে পারি, আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

ওই শিক্ষককে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত জগন্নাথের একাধিক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক ফরিদ আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন রফিক ভবনের নিচতলায় ডেপুটি রেজিস্ট্রার শাহানা আক্তারের রুমে ঢুকতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে কোতোয়ালি থানায় খবর দেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আমরা জেনেছি ফরিদ আহমেদ প্রয়োজনীয় কাজে স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেন। যথাযথ আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান হবে।

অধ্যাপক ফরিদ আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার মদদ দেয়ার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের শিক্ষার্থীরা গত ১৮ অগাস্ট অধ্যাপক ফরিদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ১৫ জুলাই ছাত্রলীগ ও পুলিশ হামলা করে। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেয়ার অভিযোগে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আসামি করা হয়।

জামান / জামান

জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা

জকসুর ভোটগ্রহণ শুরু

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা

সারাদেশে স্কুল-মাদ্রাসার একযোগে বৃত্তি পরীক্ষা শুরু