ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জাককানইবি

হলের সিটভাড়া ৫০ টাকা কমানো এবং সার্বক্ষণিক লিফট চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ৪:৪৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ( জাককানইবি ) আবাসিক হলগুলোর সিটভাড়া কমানো এবং দিনরাত্রি ২৪ ঘণ্টা লিফটসেবা চালু রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর)  উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. আশরাফুল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অগ্নিবীণা হলের প্রভোস্ট ড. জাহিদুল ইসলাম, বঙ্গমাতা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা ও দোলনচাঁপা হলের প্রভোস্ট লায়লী আক্তার।

হলের সিটভাড়া, খাবারের মান এবং লিফটসেবা চালুর বিষয়ে মিটিংয়ের আহ্বায়ক বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, হলের সিটভাড়া ৫০ টাকা কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। লিফট সার্বক্ষণিক চালু করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে লিফটের কোম্পানির সাথে এতদিন ১৬ ঘণ্টার চুক্তি ছিল। অতিরিক্ত ৮ ঘণ্টার জন্য অতিরিক্ত একজন লোক দরকার। আমরা দ্রুত কোম্পানির সাথে চুক্তি করব। এগুলোর বিষয়ে অলরেডি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবগুলোই সিন্ডিকেটে পাস হবে এবং দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হবে।

হলে খাবার পরিবেশনের বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. সাইফুল ইসলাম বলেন, ডাইনিং পরিচালনা পরিষদের সাথে আমরা কথা বলেছি। পুষ্টিকর খাবার বিশেষ করে মেনুতে ডিম রাখার নির্দেশনা দিয়েছি। এছাড়াও খাবারের মানোন্নয়নে হলে ডাইনিংয়ের পাশাপাশি মেস সিস্টেম করে খাওয়ার বিষয়েও হাউস টিউটরদের সাথে কথা বলেছি। আশা করি দ্রুত বাস্তবায়ন করতে পারব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সার্বিক বিষয়ে বলেন, বৃহস্পতিবার রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও চার প্রভোস্টকে নিয়ে আমি বসেছিলাম। শিক্ষার্থীদের দাবি ছিল আবাসিক হলের ভাড়া কমানোর। আমরা মিটিংয়ে অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি সিটভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের দাবি ছিলো হলের লিফট সার্বক্ষণিক চালু রাখার জন্য। আমরা এটিরও সিদ্ধান্ত নিয়েছি। এতে যা অতিরিক্ত খরচ হবে আমরা প্রশাসনের পক্ষ থেকে বহন করব। এছাড়া বড় বন্ধের সময় হলগুলো বন্ধ রাখা হতো। প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে হলগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। সবগুলোরই মিটিংয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী সিন্ডিকেটে এগুলো পাস করা হবে।

এছাড়া হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে টাকা দিয়ে খাবার খায় ওই টাকায় ভাতের পরিমাণ বাড়িয়ে দেয়ার নির্দেশনা দিয়েছি। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি একে একে পূরণ করব। আমাদের হলের সিটভাড়া কমানো, সার্বক্ষণিক লিফটসেবা দেয়ার বিষয়গুলো মিটিংয়ে অলরেডি সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সিন্ডিকেট পাস করাতে কোনো অসুবিধা হবে না।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের সিডিউল পরিবর্তন করা হয়েছে। সিডিউলে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় দুপুর ১২টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে শহরে এবং দুপুর ২টায় শহর থেকে ক্যাম্পাসে বাসসেবা চালু করা হয়েছে।

জামান / এমএসএম

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’