ভারতকে হারানোর পরিকল্পনা জানালেন হৃদয়
টেস্ট সিরিজ সিরিজে শেষে অপেক্ষা টি-টোয়েন্টির রোমাঞ্চের। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়
প্রথম ম্যাচ ঘিরে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। শনিবার (৫ অক্টোরব) ম্যাচ আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারকুটে এ বলে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব।’
প্রথম ম্যাচের ভেন্যু গোয়ারিয়রের আবহাওয়া অনেক বাংলাদেশের মতো। তাই এখানকার গরম নিয়ে চিন্তত নয় বাংলাদেশ দল। হৃদয় বলেন, ‘এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’
ভারত-বাংলাদেশের এ ম্যাচ দিয়ে অভিষেক হবে গোয়ারিয়রের এই স্টেডিয়ামের। তাই উইকেট সম্পর্ক খুবভালো ধারণা নেই কারও। ঘরোয়া ক্রিকেট থেকে প্রাপ্ত তথ্য দিয়ে রণকৌশল সাজাতে চায় বাংলাদেশ। হৃদয় বলেন, ‘আমরা এখানে দুইদিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’
নিজেরে পরিকল্পনা নিয়ে তরুণ এ ব্যাটার বলেন, ‘দলের পরিকল্পনা তো এখানে বলতে পারব না। অবশ্য পরিকল্পনাটা আমাদের ভেতরেই থাক। এখানে যে উইকেট আমার কাছে মনে হয় আগে কি হয়েছে এটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, সে অনুযায়ী আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সে অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব।’
টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর সুযোগ রয়েছে বলে মনে করেন হৃদয়, ‘আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেইনটেইন করার চেষ্টা করি। হয়তো বা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় দলকে আমরা হারাইনি। বড় দল-ছোট দল বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই (জিতবে)।’
এমএসএম / এমএসএম
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা