ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

চতুর্থবারের মতো এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৬:৪৩

আবারও এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৪ সালের পর ফের এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বিসিবি। এশিয়া কাপের অতীতের ১৩ আসরের মধ্যে তিনবারের আয়োজক ছিল বাংলাদেশ। ১৫ আসরে মধ্যে চতুর্থবারের মতো আয়োজক হতে যাচ্ছে বিসিবি।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত বছর শ্রীলংকার কলম্বোয় রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল বিরাট কোহলিরা। আগামী বছরের ডিসেম্বরে ফের এশিয়া কাপের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপরের আসর হবে ২০২৭ সালে। সেই আসরের আয়োজক বাংলাদেশ। 

তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভক্তদের জন্য দুঃসংবাদ। এই দুই তারকা গত এশিয়া কাপে খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু এই দুই কিংবদন্তি আগামী এশিয়া কাপে খেলতে পারবেন না। তার কারণ এশিয়া কাপের আগামী আসরও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তারা ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যে কারণে ভারতের মাঠে এশিয়া কাপ হলেও দর্শকের ভূমিকায় দেখা যাবে রোহিত-কোহলিকে। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুসারে- এশিয়া কাপের ২০২৫ সালের (টি-টোয়েন্টি ফরম্যাট) আয়োজক ভারত, ২০২৭ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ হবে বাংলাদেশে। এরপর ২০২৯ সালে (টি-টোয়েন্টি ফরম্যাট) এশিয়া কাপ হবে পাকিস্তানে। এরপর ২০৩১ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ হবে শ্রীলংকায়।

এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও পাঁচটি টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তার মধ্যে রয়েছে নারী এশিয়া কাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, ছেলেদের উদীয়মান এশিয়া কাপ, নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং নারীদের উদীয়মান দল এশিয়া কাপ।

এসিসির এই টুর্নামেন্টের মিডিয়া স্বত্বের জন্য বেস প্রাইস ভিত্তিমূল্য ১৭ কোটি মার্কিন ডলার রেখেছে। আগামী ৮ বছরের মিডিয়া স্বত্ব বিক্রি করা হবে।

T.A.S / T.A.S

শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান