ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

দুর্ঘটনার কবলে ইমরান হাসমি, বেঁচে গেলেন একটুর জন্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১২:৩৬

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি। ‘আশিক বানায়া আপনে’, ‘ফুটপাথ’, ‘মার্ডার’ কিংবা সবশেষ ‘টাইগার ৩’ চলচ্চিত্র দিয়ে মন জয় করেছেন কোটি কোটি দর্শকের। এবার শুটিং সেটে দুর্ঘটনার কবলে পরেছেন জনপ্রিয় এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের দুর্ঘটনার কিছু ছবি ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে রয়েছেন অভিনেতা। জানা গেছে, বর্তমানে অনেকটাই নিরাপদে সুস্থ্য আছেন এই অভিনেতা। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়েছে, হায়দরাবাদে ‘ঘোড়চড়ি ২’সিনেমার শুটিং চলছিল । এক অ্যাকশন দৃশ্যে উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।’

বর্তমান সময়ে চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না একসময়ের হার্টথ্রব এই নায়ককে। এমনকি আগের তুলনায় কাজও অনেকটাই কমিয়ে দিয়েছেন। সবশেষ ‘টাইগার ৩’ চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে নেগেটিভ রোলে দেখা গিয়েছিলো এই নায়ককে।  

যদিও শোনা যায় মাঝের কয়েকবছর কাজ কমিয়ে দেয়ার কারণ ছিলো তার ছেলের অসুস্থতা। ক্যানসার ধরা পড়েছিল। ছেলের জন্যই কাজ বন্ধ রেখেছিলেন।

T.A.S / T.A.S