বেশি কাজ করলে শিল্পীর শিল্প হারিয়ে যায়: মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। নানামাত্রিক চরিত্র দিয়ে নিজেকে বারবার প্রমাণ করছেন টিভি নাটকের অন্যতম অভিনেত্রী। নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে তিনি এখন সিনেমায় মনোযোগী। ‘সাবা’ সিনেমা নিয়ে টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে গিয়েছেন তিনি। সেখানেও সিনেমাটি প্রশংসিত হয়েছে। এখন তিনি নাটকে নেই বললেই চলে। তার নাটকের দর্শক যে তাকে প্রতিনিয়ত খুঁজে-ফেরে তা কমেন্টবক্স ঘুরলে আন্দাজ করা যায়।সম্প্রতি কাজ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্য যুক্তিও দিয়েছেন মেহজাবীন। তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে এখন আর নাটকে মন দিতে পারি না। তবে বিশেষ বিশেষ দিন ঘিরে যে গল্প পাই সেগুলোতে কাজ কাজ করা চেষ্টা করি। আমাদের দেশে এখন কাজের ক্ষেত্র অনেক বেশি, তবে আমি খুব বেশি কাজ করি না। আমরা তো আসলে শিল্পী, আমার মনে হয় বেশি কাজ করলেন শিল্পীর শিল্পটা হারিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘শিল্প চর্চার জন্য নিজেকেও একটু সময় দিতে হয়। কারণ, একটা চরিত্র থেকে অন্য একটি চরিত্রে ঢুকতেও তো সময় লাগে। সাধারণত দুই/চার দিনের জন্য আমরা একটা কাজে থাকি। পরে গ্যাপ না নিয়ে অন্য চরিত্রে ঢুকতে তো সমস্যা হওয়ারই কথা। চাই সময়টা নিয়ে কাজ করে আসছি। আর বড় প্রজেক্ট হলে তো আরও বেশি সময় দিতে হয়। তবে চেষ্টা করি কাজটি নিখুঁত করে করার।’প্রথম ছবি ‘সাবা’ নিয়ে টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে গিয়েছেন মেহজাবীন। ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি বুসান উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে লড়ছে। ৪ অক্টোবর দেখানোর পর ৯ অক্টোবর ফের ছবিটি প্রদর্শিত হবে। বলা চলে, আপাতত ‘সাবা’ দারুণ সময় পার করছেন মেহজাবীন চৌধুরী।
Aminur / Aminur
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!