ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কোরিয়ান ফুটবলারকে ‘জ্যাকি চ্যান’ বলায় ইতালির ডিফেন্ডার নিষিদ্ধ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৫:৬

কোরিয়ার এক ফুটবলারকে বর্ণবাদী গালি দেওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। খবর ইএসপিএন'র।

এর মধ্যে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা এখনই কার্যকর হবে, বাকি পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত। আগামী দুই বছরের মধ্যে ফের একই ধরনের ‘অপরাধে’ জড়ালে সে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর করা হবে।

অবশ্য শুধু নিষেধাজ্ঞাই নয়, এর পাশাপাশি সামাজিক সেবামূলক কাজ করা, ফিফা অনুমোদিত কোনো সংস্থায় ট্রেনিং নেওয়া ও শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে কুর্তোকে।

জানা গেছে, গত জুলাইয়ে প্রাক-মৌসুম ম্যাচে ইতালিয়ান ক্লাব কোমোর সঙ্গে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচটির দ্বিতীয়ার্ধে উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড হোয়াংকে কিছু একটা বলেন কোমোর কুর্তো। সেটির সূত্র ধরে তাৎক্ষণিকভাবে মাঠেই গন্ডগোল লেগে যায়। পরে কোমোর এক ফুটবলারকে ঘুষি মেরে লাল কার্ড দেখেন উলভারহ্যাম্পটনের উইঙ্গার দানিয়েল পোদেস।

ম্যাচ শেষে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও উয়েফার কাছে অভিযোগ জানায় উলভারহ্যাম্পটন। তবে তারা ব্যবস্থা নিতে অপারগতা জানায়, যেহেতু ম্যাচটি তাদের আওতাধীন বা স্বীকৃত নয়। পরে কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এগিয়ে আসে এবং ফিফার কাছে অভিযোগ জানানো হলে তদন্তে বেরিয়ে আসে কুর্তোর বর্ণবাদমূলক আচরণের কথা।

কুর্তোর ক্লাব কোমো অবশ্য নিজেদের ফুটবলারের ব্যাপারে সাফাই দিয়ে বলেছিল, হোয়াংকে স্রেফ ‘জ্যাকি চ্যান’ বলেছিলেন কুর্তো। কারণ তিনি শুনেছিলেন, উলভারহ্যাম্পটনের ফুটবলাররা হোয়াংকে ‘চ্যানি’ নামে ডাকেন। কুর্তোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উলভারহ্যাম্পটনের ক্রীড়া পরিচালক ম্যাট ওয়াইল্ড।

T.A.S / T.A.S

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল