রান পাহাড়ে চড়ছে ইংল্যান্ডও

মুলতান ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিশ্চিত রান বন্যার উইকেট। তিনদিন পার হয়ে গেলো, এখনও প্রথম ইনিংস শেষ হয়নি দুই দলের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিন সেঞ্চুরির সমাহারে ৫৫৬ রান করেছে পাকিস্তান। জবাব দিতে নেমে রান পাহাড়ে চড়তে শুরু করেছে ইংল্যান্ডও। জো রুট আর হ্যারি ব্রুকের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯২ রান সংগ্রহ করেছে ইংলিশরা। পাকিস্তান থেকে যদিও এখনও ৬৪ রান পিছিয়ে ইংল্যান্ড। তবে চতুর্থ দিন সকালেই এই রান পাড়ি দিয়ে লিড নিতে শুরু করবে তারা। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক আর সাবেক অধিনায়ক জো রুট মিলে পাকিস্তানি বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়ছেন। ২৪৩ রানের বিশাল জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন এখনও তারা দু’জন। ২৭৭ বলে ১৭৬ রান করে অপরাজিত রয়েছেন জো রুট। তার ক্যারিয়ারে এটা ৩৫তম টেস্ট সেঞ্চুরি। ১৪১ রান করে অপরাজিত হ্যারি ব্রুক। এটা তার ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
আগেরদিনের করা ১ উইকেটে ৯৬ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি ৬৪ এবং জো রুট ছিলেন ৩২ রানে অপরাজিত। দলীয় ১১৩ রানের মাথায় আউট হন ক্রাউলি। তার নামের পাশে তখন শোভা পাচ্ছিলো ৭৮ রান। এরপর বেন ডাকেটকে নিয়ে জুটি বাধেন জো রুট। দু’জনের জুটিতে যোগ হয় ১৩৬ রান। ৭৫ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন বেন ডাকেট।
২৪৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। এরপর দিনের বাকি অংশ পাকিস্তানি বোলাররা শুধু বল করে গেছেন আর ফিল্ডাররা বল কুড়িয়েছেন। উইকেটের দেখা আর মেলেনি। ২৪৯ থেকে ৪৯২ - এই দীর্ঘ পথ পাড়ি দিতে জো রুট আর হ্যারি ব্রুকের কোনোই সমস্যা হলো না। ২৪৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছে তারা। পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং আবরার আহমেদ ১টি করে উইকেট নেন।
Aminur / Aminur

শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত
