বউয়ের প্রতি ভালোবাসার কথা বলবেন দুলু মিয়া
শহরে হঠাৎ ঘটে একের পর এক খুনের ঘটনা! সেই খুনের তালিকায় প্রথম সারির ব্যক্তিত্বরা। পরপর খুন হতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। আর সেই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম! পেশায় অটোচালক তিনি। তাহলে কি সেই দুলু মিয়া-ই ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে?
দুলু মিয়ার এই রহস্য জানতে আর মাত্র মাসখানেকের অপেক্ষা। অনন্য মামুন পরিচালিত শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ এই উঠে আসবে দুলু মিয়ার গল্প। ইতোমধ্যে ছবিটির ঝলকও প্রকাশ্যে। এরপর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে ছবিটি নিয়ে আলোচনা।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ এ রোমান্সে জমে উঠবে শাকিব-সোনালের রসায়ন; পর্দায় দুলু ও তার স্ত্রী। ট্রেলার দেখে এমনটি আঁচ করেছে নেটিজেনরা। তাদের ধারণা, ‘দরদ’ অন্যতম একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে শাকিবের হাত ধরে।
দর্শকদের এমন জল্পনার মাঝেই নতুন চমক নিয়ে হাজির মেগাস্টার শাকিব। জানালেন, বউয়ের প্রতি ভালোবাসার কথা বলবেন দুলু মিয়া! সামাজিক মাধ্যমে ‘দরদ’ এর নতুন পোস্টারেই উঠে আসে এমন তথ্য। সঙ্গে শাকিবকেও দেখা যায় সেই দুলু মিয়ার চরিত্রে।
বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া ‘দরদ’ এর সেই পোস্টারে বেশ কিছু কথা উল্লেখ করতে দেখা যায়। সেখানে সংবাদপত্রের আদলে ওপরে শিরোনামের ঘরে লেখা- ‘দুলু মিয়া এবার রিমান্ডে!’ এরপর নিচের সাব হেডলাইনে লেখা- ‘আগামীকাল সবার সামনে বলবেন বউয়ের প্রতি ভালোবাসার কথা’।
শাকিবের পেজ থেকে পোস্টারটি শেয়ার করতেই আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তার অনুরাগীদের। ইতোমধ্যে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন পরিচালক অনন্য মামুন। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এদিকে ছবির ট্রেলার ঝড় তুলেছে নেটমাধ্যমে; মন্তব্য ঘরে আলোচনা, প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!