ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি, ইংল্যান্ডের বিশাল সংগ্রহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:৪৩

মুলতানে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে বোলারদের তুলোধুনো করে রীতিমতো ব্যাটিং তান্ডব দেখাচ্ছেন ব্যাটাররা। যে ঝড়ের এক মহাকাব্যিক প্রদর্শনী দেখালেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, করলেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপের ইনিংস ঘোষণার আগ পর্যন্ত কেউই তাকে থামাতে পারছিল না, শেষমেশ ব্রুক নিজেই থামেন ৩১৭ রানের এক অনবদ্য ইনিংসে। ইংল্যান্ড থামে ৮২৩ রানে।

এই অসাধারণ পারফরম্যান্সে ব্রুক হয়ে উঠলেন ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটার, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ এই মাইলফলক ছুঁয়েছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। গুচ ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডসে ৩৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি এখন খুবই বিরল ঘটনা। এর আগে ২০১৯ সালে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি দেখা গিয়েছিল এবং সেটিও পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রান করেছিলেন। তাই এই দশকে ব্রুকের ট্রিপল সেঞ্চুরি প্রথম।

ব্রুক তার ৩১৭ রানের ইনিংসটি ৩১০ বলের মুখোমুখি হয়ে খেলেছেন, যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে ভারতের বীরেন্দর শেবাগের দখলে, যিনি ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে এই কীর্তি গড়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ব্রুকের এটি চতুর্থ টেস্ট এবং তিনি প্রতিটি টেস্টেই সেঞ্চুরি করেছেন, যার মধ্যে এই মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরিও রয়েছে।

এটি টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ট্রিপল সেঞ্চুরি। প্রথমবারের মতো ১৯৫৮ সালে কিংবদন্তি গ্যারি সোবার্স পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান সংগ্রহ করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানের বিপক্ষে এই বিশাল স্কোর কোনো দলেরও সর্বোচ্চ সংগ্রহ। এমনকি এই ম্যাচে প্রথমবারের মতো পাকিস্তানের ৫ জন বোলার ১০০ রানের বেশি খরচ করেছেন।

মুলতানে ইংল্যান্ডের এই ব্যাটিং ঝড়ের পর পাকিস্তানের জবাব দেখার অপেক্ষা।

T.A.S / T.A.S

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল