ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

গোলের পর ভক্তের যে আবদার পূরণ করলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১:৪২

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে মাঠে ভক্তদের কাছ থেকে সেলফির অনুরোধ পাওয়া নতুন কিছু নয়। তবে শনিবার (১২ অক্টোবর) ইউরোপিয়ান নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৩-১ ব্যবধানে জয়ের সময় ঘটে যাওয়া একটি বিশেষ মুহূর্ত আবারও ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন তোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, রোনালদো যখন তার দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন, তখনই এক ভক্ত সাহস করে মাঠে ঢুকে তার কাছে এসে সেলফির অনুরোধ জানায়। নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও রোনালদো সেই ভক্তের অনুরোধের প্রতি আন্তরিকতা দেখিয়ে নিরাপত্তাকর্মীদের অপেক্ষা করতে বলেন। রোনালদো তার স্বাভাবিক সৌজন্যতায় ভক্তের সঙ্গে সেলফি তোলেন, যা দেখে দর্শকরাও আনন্দে উল্লাস করেন। এর পরপরই খেলা পুনরায় শুরু হয়।

পর্তুগালের হয়ে রোনালদোর এই গোলটি তার অসাধারণ ক্যারিয়ারের ৯০৬তম গোল। এবারের নেশনস লিগে এটি তার তৃতীয় গোল, যা তার ফর্মের ধারাবাহিকতা প্রমাণ করে। রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল এই জয়ের মাধ্যমে নেশনস লিগে তাদের টানা তৃতীয় জয় অর্জন করেছে। এই জয়ের ফলে দলটি বর্তমানে নিজেদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে।

এই জয় তাদের নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে দিয়েছে। আসন্ন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে একটি জয় তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। স্কটল্যান্ড বর্তমানে গ্রুপের তলানিতে রয়েছে, ফলে রোনালদো ও তার দল এই সুযোগটি কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে চাইবে।

রোনালদো এর আগেও বেশ কয়েকবার মাঠে ভক্তদের কাছ থেকে সেলফির অনুরোধ পেয়েছেন। ইউরো ২০২৪-এও এমন ঘটনা ঘটে, যেখানে প্রথমদিকে তিনি ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেও পরে একাধিকবার এমন ঘটনার পুনরাবৃত্তি তাকে কিছুটা বিরক্ত করে তোলে। তবে পোল্যান্ডের বিপক্ষে এই বিশেষ মুহূর্তে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলারই নন, বরং ভক্তদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করা একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বও বটে।

যদিও মাঠে ভক্তদের এমন আচরণ সাধারণত অনুৎসাহিত করা হয়, কিন্তু রোনালদোর সঙ্গে সেলফি তোলা ভক্তের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে রইল। খেলায় এই ঘটনা পর্তুগালের জয়কে ছাপিয়ে যায়নি, বরং রোনালদোর ভক্তদের প্রতি ভালবাসা ও সম্মান আরও একবার ফুটিয়ে তুলেছে।

এমএসএম / এমএসএম

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল