পাকিস্তানের আলিয়া ভাট বলায় আনন্দে আটখানা হানিয়া

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সৌন্দর্যে মুগ্ধ হন না এমন দর্শক খুব কমই পাওয়া যাবে। হানিয়ার হাসিতে হৃদয়ে ঝড় উঠে হাজারও পুরুষের।
অথচ সেই সুন্দরীকে নাকি তার নিজ দেশের ভক্তরা পাকিস্তানি আলিয়া ভাট বলে ডাকে। আর এই নামে বেশ খুশি হানিয়া নিজেও। দেখতে অনেকটা একই রকম হওয়ায় বলিউড অভেনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয় হানিয়া আমিরের। এই বিষয়টি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার প্রতিভার প্রশংসা করেছেন হানিয়া। সেখানে হানিয়া স্বীকার করেছেন, আলিয়া ভাটের মতো দেখতে হওয়ায় বিনোদন জগতে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি।
সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘যদি কোনও প্রযোজক অল্পবয়সী, ডিম্পল ওয়ালা মেয়েকে খোঁজেন, তারা সবার আগে হানিয়ার সঙ্গে যোগাযোগ করেন। আমি আলিয়া ভাটের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি যদি কখনও তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারি, খুব ভালো লাগবে।’
হানিয়ার কথায়, মানুষ যখন তাকে ‘পাকিস্তানের আলিয়া ভাট’ বলে ডাকেন, তখন তার ভীষণ ভালোলাগে। আলিয়া ভাটের প্রশংসা করে হানিয়া বলেন, ‘তিনি খুবই প্রতিভাবান এবং আশ্চর্যজনক অভিনেত্রী।’
এছাড়া হানিয়া দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরসহ অন্যান্য বলিউড তারকাদের প্রতিও তার অনুরাগের কথাও জানান।
বেশকিছু দিন থেকে বলিউড গায়ক বাদশার সঙ্গে হানিয়ার প্রেমচর্চা চলছে। সম্প্রতি, লন্ডনের একটি কনসার্টে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাকে দেখা যায়। হানিয়াকে দেখেই দিলজিৎ মঞ্চে ডেকে নেন। একটি গান উৎসর্গও করেন তাকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।
হানিয়া আমির ‘মেরে হামসাফার’,‘মুঝে পেয়ার হুয়া থা’-এর মতো অনেক সিরিজের জন্য জনপ্রিয়তা পেয়েছেন।
T.A.S / T.A.S

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

‘যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন’

‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’
