ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ছাতকে আ.লীগ নেতার বিরুদ্ধে বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৩:১৫

সুনামগঞ্জ জেলার ছাতক থানায় আপন বোনের পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ভাই আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার বিরুদ্ধে। বিগত সরকারের শাসন আমলে ক্ষমতার প্রভাব বিস্তার করে নিজের অপর ভাইদের ব্যবহার করে বোনের সম্পত্তি জবরদখল করে নেয়ার পর থেকে বোন দিলারা বেগম ঝর্ণা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ন্যায়বিচার পাননি। দেশের পটপরিবর্তন হওয়ায় এবার নিজের সম্পত্তি উদ্ধারে সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগটি তদন্ত করছেন ছাতক থানার এসআই আব্দুস সাত্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সুহিতপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা বিগত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে নিজের আপন বোনকে হয়রানি করে বোনের পৈতৃক সম্পত্তি জবর দখল করে নিয়েছেন। পাশাপাশি বোনের একটি মাদ্রাসা ও এতিমখানা আত্মসাত করে নিতে মিরয়া হয়ে উঠেছেন এই আওয়ামীলীগ নেতা। ছাতক উপজেলার সুহিতপুর গ্রামের ইলিয়াছ আলীর ছোট মেয়ে যুক্তরাজ্য প্রবাসী দিলারা বেগম ঝর্ণা ২০১৮ সালে সুহিতপুর এলাকায় তার মৌরসী ও খরিদা জায়গায় হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। গত ১৮ আগস্ট রাত ৮ টার দিকে আওলাদ আলী রেজা’র হুকুমে তার ভাই ইউসুফ আলী ছেলে ছাত্রলীগ ক্যাডার এমদাদ মাদ্রাসায় প্রবেশ করে দানবাক্স ভাংচুর সিসি ক্যামেরা, মনিটর, ক্যামেরার হার্ডডিস্ক সহ আগস্ট মাসের দোকান ও বাসা ভাড়ার ৫৭ হাজার ২০০ টাকা জোরপূর্বক ভাড়াটিয়াদের কাছ থেকে নিয়ে যায়। মাদ্রাসার মুসল্লীরা নামাজ শেষ করে ভাংচুরের কারণ জিজ্ঞাসা করলে ইউসুফ আলী মোহন গং মুসল্লীদের হুমকি প্রদান করে বলেন আমরা অচিরেই এই মাদ্রাসাটি বন্ধ করে দিবো। এখানে কোন মাদ্রাসা এতিমখানা থাকবে না।

অভিযোগ পেয়ে সরেজমিন মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাদ্রাসায় থাকা সিসি ক্যামেরা, হার্ডডিস্ক, মনিটর খুলে নিয়ে গেছে উল্লেখিত ব্যক্তিরা। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আল আমিন ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মাদ্রাসার বাবুর্চি আব্দুস সবুর জানান, বর্তমানে মাদ্রাসায় দুইজন শিক্ষক দুইজন কর্মচারী এবং আবাসিক অনাবাসিক মিলিয়ে ৪৭ জন শিক্ষার্থী রয়েছেন। হঠাৎ করে একটি মাদ্রাসা ও এতিমখানা হামলা করে ভাংচুরসহ বন্ধ করে দিলে ছাত্ররা কার কাছে যাবে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মাদ্রাসার দানবাক্স ভাংচুর, ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক ইউসুফ আলী মোহন এবং তার ছেলে এমদাদ খুলে নিয়ে গেছেন। তারা চায় না এখানে কোন এতিম ছেলে মেয়ে পড়াশোনা করুক। অপর দিকে মাদ্রাসাটির যাবতীয় খরছ বহণ করছেন প্রবাসী দিলারা বেগম ঝর্না। এ বিষয়ে দিলারা বেগম ঝর্না জানান, বিগত ছাতক উপজেলা নির্বাচনের আগে তার ভাই আওলাদ আলী রেজা পৈতৃক সম্পত্তির ন্যায্য হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য তাকে যুক্তরাজ্য থেকে দেশে নিয়ে আসেন। কিন্তু প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়েই আওলাদ আলী রেজা ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। সে সময় আমাকে অপর ভাই ইউসুফ আলী মোহন সহ হুমকি ধামকি দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করেন। আমি প্রাণ রক্ষায় দেশ থেকে প্রবাসে চলে আসি।

আওলাদ আলী রেজা ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সহ সভাপতি ভিপি ছিলেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক এর আস্তাবাজন একজন লোক। ছাতক উপজেলা জুড়ে রয়েছে তার আধিপত্ব্য। ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর গ্রুপে হয়ে তিনি অংশ নেন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে। প্রতিপক্ষকে দমিয়ে রাখতে শুরু করেন বেপরোয়া কর্মকান্ড। তিনি ক্ষমতার লোভের যে কারো ক্ষতি করতে পরোয়া করেন না। আমি তার আপন বোন হওয়ার পর তার রোশানল থেকে রক্ষা পাইনি। আওলাদ আলী রেজা’র দখলবাজি থেকে ছাতক উপজেলার দিঘলী রামপুর জামে মসজিদের ফসলি জমিও রক্ষা পায়নি। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ দখলে নেন মসজিদের ৭৫ শতাংশ জমি। নাম প্রকাশ না করার শর্তে মসজিদ কমিটির একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করে বলেন, বলে কোন লাভ নেই রেজার কবলগ্রাস থেকে মসজিদ মাদ্রাসা কোন কিছুই রক্ষা পায়নি। ক্ষমতার প্রভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নিজ এবং পারিবারিক সম্পত্তি আত্মসাৎ করে পিতা ইলিয়াস আলীর নামে ফসলি জমিতে গড়ে তুলেছেন একটি আবাসিক এলাকা। অভিযোগ রয়েছে এই আবাসিক এলাকার প্রাপ্ত অর্থ তিনি বিদেশে পাচার করেছেন।

এ বিষয়ে বোন দিলারা বেগম ঝর্ণার করা ডিআইজি বরাবরে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন ছাতক থানার এস আই আব্দুস সাত্তার। তিনি বলেন, অভিযোগটি আমি তদন্ত করছি। আপাতত তদন্তের স্বার্থে কিছু বলতে পারব না।

জামান / জামান

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা বিশ্বকে বিস্মিত করেছে: ইউজিসি চেয়ারম্যান

ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন 

গোবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বায়োকেমিস্টি এন্ড মলিকুলার বিভাগ