আনোয়ারায় প্রবাসী পরিবারের বিরুদ্ধে হয়রানি ও অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন

একের অপরের কেউ কাউকে চেনেন না কিংবা কখনো তাদের সঙ্গে দেখাও হয়নি। হঠাৎ করে জানতে পারেন তার নাম ও স্বাক্ষর জালিয়াতি করে চট্টগ্রামের আনোয়ারার এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর দিয়েছেন অভিযোগ। অভিযোগের পর প্রবাসী পরিবারটি বিভিন্নভাবে হয়রানি ও অপ্রপ্রচারের শিকার হতে থাকে। এসব হয়রানি থেকে রক্ষা পেতে খুঁজতে থাকে অভিযোগকারী পরিবারটিকে। খোঁজ পেয়েই জানতে পারে তিনি দুই বছর ধরে প্রবাসে রয়েছেন।
এমনই ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলা বন্দর কমিউনিটি সেন্টারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন কক্সবাজার রামু উপজেলার সৌদি প্রবাসী মোহাম্মদ ইউনুচের বড়ভাই মোহাম্মদ ইউসুফ ও আনোয়ারার প্রবাসী মোহাম্মদ আলী আকবরের স্বজনরা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কক্সবাজারের সৌদি প্রবাসী ভাই মোহাম্মদ ইউনুচের স্বাক্ষর জালিয়াতি ও পাসপোর্টের কপি সংগ্রহ করে চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর কে বা কারা আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের মৃত আইয়ূব আলীর ছেলে সৌদি প্রবাসী আলী আকবরসহ তার দুই ভাইকে জড়িয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগটির বিষয়ে প্রবাসী পরিবারসহ প্রবাসী ইউনুস নিজেও জানেন না কিছু। তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগও করেননি বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কক্সবাজার রামু উপজেলার সৌদি প্রবাসী মোহাম্মদ ইউনুচের বড়ভাই মোহাম্মদ ইউসুফ (৩৫) বলেন, গত ২ জুন ২০২৪ ইংরেজি আমার ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ ইউনুচের স্বাক্ষর জালিয়াতি করে সৌদি আরবে একটি দোকানে পাসপোর্টের ফটোকপি করতে গেলে সেখান থেকে কে বা কাহারা পাসপোর্টের কপি সংগ্রহ করে চট্টগ্রাম পুলিশ সুপার বরাবরে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের মৃত আইয়ুব আলীর পুত্র সৌদি প্রবাসী আলী আকবরসহ তার তিনভাইকে জড়িয়ে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগটির বিষয়ে আমার ভাই নিজেও অবগত নয়। তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেননি বলেও আমাদের জানান আমার ভাই ইউনুচ।এসব মিথ্যাচারের কারণে প্রবাসী পরিবারটি বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। অভিযোগটি নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের লিপ্ত হয়। অভিযোগের কপিটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার ভাইয়ের নাম জড়িয়ে সংবাদও প্রকাশিত হয়।সংবাদটি আমার সৌদি প্রবাসী ভাইসহ আমাদের দৃষ্টিগোচর হলে মিথ্যা ও মানহানিকর অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বিভিন্ন দপ্তরে অনুরোধ জানিয়েছি।এছাড়াও বিভিন্ন সংবাদে জন্ম-সনদ, জাতীয়পরিচয়পত্র, গ্রেজেটেড কর্মকর্তার সত্যায়িত, স্থানীয় দেখিয়ে নাম ঠিকানা এবং চেয়ারম্যানের জাতীয়তা সনদে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে মোটা অংকের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয় বলেও উল্লেখ করেন।এধরণের কোনো অভিযোগ আমার ভাই বা আমার পরিবারের কেউ করেননি। যাহা সম্পূর্ণ মিথ্যাও বানোয়াট।এসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হয়রানি শিকার প্রবাসী আলী আকবরের ছোটভাই মোহাম্মদ মামুন বলেন, পুলিশ সুপার চট্টগ্রাম কার্যালয়ের মাধ্যমে জানতে পারি আমার ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ আলী আকবর ও আমার পরিবারের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুচ নামের একব্যক্তি একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোহাম্মদ ইউনুচ নামে কোনো ব্যক্তিকে আমি বা আমার পরিবার কেউ চিনেন না। বা তাহার সঙ্গে পূর্বের কোনো পরিচয়ও আমাদের সঙ্গে ছিলো না। অভিযোগটি জানার পর ইউনুছের ঠিকানার খোঁজ নিয়ে তার বাড়িতে গিয়ে তার বড়ভাই মো. ইউসুফের কাছে জানিতে পারি যে, তার ছোটভাই ইউনুচ বিগত ২ বছর ধরে সৌদি আরবে রয়েছেন।গত দুই বছরে সে একবারও বাংলাদেশে আসেননি। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে মোহাম্মদ ইউনুচের সঙ্গে যোগাযোগ করে উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে সে হতভম্ব হইয়া পড়ে এবং এমন কোন অভিযোগ সে দায়ের করেননি বলে জানান।এমনকি অভিযোগের স্বাক্ষরটাও তার নই বলে দাবি করেন তিনি। তৎ প্রমাণে সে তার পাসপোর্টের একখানা ছবি পাঠালে সেই পাসপোর্ট স্বাক্ষর দেখে স্পষ্ট বুঝা যায় যে, কে বা কাহারা তাহার নাম ও স্বাক্ষর জাল করিয়া এমন মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবার খোঁজ খবর নিয়া জানিতে পারি আমার বড়ভাই সৌদি প্রবাসী আলী আকবরকে নিয়ে কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আবু তৈয়ব ও মো. মুসলিমুর রহমান পূর্ব দ্বন্দ্বের কারণে আমার বড়ভাই আলী আকবরের পারিবারিক বিরোধের জেরধরে মোহাম্মদ ইউনুচের স্বাক্ষর জাল করে অভিযোগটি দায়ের করেছেন এবং তাদের কু-পরামের্শ প্রতিপক্ষের যোগসাজসে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমি ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মুসলিমুর রহমান এমন বেআইনী কাজ করিয়া আসিতেছে। প্রতিপক্ষগণ আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তাহার এইরূপ অপপ্রচারে আমি ও আমার পরিবার আতঙ্কে ভীত সন্ত্রস্ত্র অবস্থায় জীবন যাপন করিতেছি। সমাজে আমাদের মান সম্মান ক্ষুন্ন হইয়াছে। এমনকি এই কুচক্রী মহল ক্রামাগতভাবে একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করানোর মাধ্যমে আমি ও আমার পরিবারের সদস্যদের ভাবমূর্তি ক্ষুন্নসহ এলাকার মানুষদের বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষগণের বিরুদ্ধে আমি ও আমার পরিবার এইরূপ মিথ্যা অপপ্রচারের জন্য বিজ্ঞ আদালতে মানহানি ও স্বাক্ষর জাল জালিয়াতির ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কক্সবাজারের প্রবাসী মোহাম্মদ ইউনুসের বড় ভাই মোহাম্মদ ইউসুফ, আলী আকবরের ভাই মোহাম্মদ মামুন, মোহাম্মদ আরমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যারা।
এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
