ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আবারো জয়হীন ম্যানইউ, অসন্তুষ্ট খেলোয়াড়রা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১২:৫০

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা দলের ইউরোপা লিগের ম্যাচে ফেনারবাচের সাথে ১-১ গোলের ড্র-কে ‘বড় হতাশা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউনাইটেডের পক্ষে প্রথমে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করেন, তবে দ্বিতীয়ার্ধের ঠিক পরেই মরোক্কোর ফুটবলার ইউসুফ এন-নেসিরি সমতা আনেন। ওনানা অবশ্য প্রথমার্ধে এন-নেসিরির শটের বিরুদ্ধে একটি দারুণ ডাবল সেভ করে ইউনাইটেডের হার ঠেকান। তবে ম্যাচের পর ওনানা জানান, ড্রেসিংরুমে কেউই ‘খুশি’ নয়।

ওনানা টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা আমার এবং ভক্তদের জন্য বড় হতাশা, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে জয়ের চেষ্টা করা আপনার দায়িত্ব। আমরা জিততে পারিনি, তবে অন্তত হারিনি। অবশ্যই খুশি নই, তবে আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে যাব।’

তিনি বলেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে একটি দ্রুত গোল খেয়েছিলাম, আমাদের চরিত্র দেখাতে হয়েছিল এবং আমি মনে করি আমরা তা করেছি। আমরা জিততে পারিনি, তবে আমি মনে করি আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

ইস্তানবুলের এই উত্তেজনাপূর্ণ রাতের মধ্যে, ফেনারবাচের ম্যানেজার হোসে মরিনহো দ্বিতীয়ার্ধে তার দলের একটি পেনাল্টি চাওয়ার পরে প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ম্যাচ শেষে মরিনহো রেফারি ক্লেমেন্ট তুরপিনের ব্যাখ্যাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন।

তবে ১০ জন খেলোয়াড়ের চোট বা সাসপেনশন থাকা সত্ত্বেও ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ আগামী রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান।

ডাচ কোচ বলেন, ‘আমরা দেখিয়েছি যে আমরা একটি দল, যাকে হারানো কঠিন। আমরা এর থেকে আত্মবিশ্বাস নিতে পারি এবং ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলায় সেটা কাজে লাগাতে হবে।’

‘আমাদের জিততে হতো এবং আমরা সেই অবস্থানে ছিলাম। আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু আমাদের আরো নির্ধারণমূলক হতে হবে। আমরা প্রতিপক্ষকে এক পয়েন্ট পেতে দিয়েছি।’

ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনি ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান খেলোয়াড়কে স্ট্রেচারে মাঠ থেকে বের করা হয় এবং স্টেডিয়াম ছাড়ার সময় তাকে একটি প্রোটেক্টিভ বুট পরতে দেখা যায়।

টেন হাগ আরও যোগ করেন, ‘তার অনুশীলনের পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে সে খেলার যোগ্য ছিল। কিন্তু দ্রুত মাঠ ছাড়তে হওয়া খুবই দুঃখজনক। আশা করি, ব্যাপারটা তেমন গুরুতর নয়। আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব চূড়ান্ত মূল্যায়নের জন্য।’

T.A.S / জামান

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ