চেহারা পরিবর্তন বিতর্কে চটেছেন আলিয়া
আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় মাধ্যমে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে এ পর্যন্ত এসেছেন এ নায়িকা। সময়ের পরিক্রমায় আলিয়ার চেহারাতেও পরিবর্তন এসেছে। এখন তিনি হলিউডেও বিচরণ করছেন। সম্প্রতি প্যারিসে একটি ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাক পরে হাঁটার জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন আলিয়া। তেমনি তিনি কখনো চরিত্রের প্রয়োজনে সামান্য ওজন বাড়িয়েছেন। শোবিজ তারকাদের জীবনে এটি কোনো নতুন ঘটনা নয়। কিন্তু চেহারার পরিবর্তনের জন্য বিতর্কের মুখে পড়েছেন আলিয়া ভাট। অস্ত্রোপচারের মাধ্যমে আলিয়া ভাট গালের অতিরিক্ত চর্বি কমিয়েছেন এমনটা শোনা যাচ্ছে কখনো কখনো। কেউ বা আবার এমনও বলছেন নাকে অস্ত্রোপচার করিয়েছেন এ নায়িকা। শুধু তাই নয়, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন- কোনো কোনো সূত্র এ তথ্যও দিচ্ছে। এ কারণে নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এবার আলিয়া এ কথা শুনে ভীষণ রেগে গেছেন। কড়া ভাষায় সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।
এতে আলিয়া লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত রুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এমন নোংরা! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’
আলিয়া আরও লেখেন, ‘এ কথাগুলোকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন। কিন্তু তার কোনো প্রমাণ নেই। যুক্তি নেই। এর চেয়েও খারাপ হলো, অল্পবয়সী ছেলেমেয়েদের এসব মিথ্যে তথ্য দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? আপনাদের সবার কথা ভিত্তিহীন।’
Aminur / Aminur
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!