পরিণত বার্সা, নাকি উড়ন্ত রিয়াল

শিরোনামে কাতালানদের 'পরিণত বার্সা' বলা হয়েছে, সেটার ব্যাখ্যাটা আগে লা লিগার কথাই ধরা যাক। ২০২৩-২৪ খাবি খাচ্ছিল বার্সেলোনা। জাভি হার্নান্দেজের অধীনে খুব একটা সুবিধা করতে পারেননি রাফিনিয়া, ইয়ামাল, লেভনদোভস্কিরা। সেই আসরে রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল কাতালানরা। অন্যদিকে ৩৬ বারের মতো লা লিগার শিরোপা ঘরে তোলেন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
তবে নতুন মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে যে বার্সাকে এখন দেখা যাচ্ছে, সেই বার্সাকে শুধু পরিণত নয়, অপ্রতিরোদ্ধ বললেও ভুল কিছু বলা হবে না। এখন পর্যন্ত লা লিগায় পয়েন্ট টেবিলে শীষ স্থানে রয়েছে ২৭ বারের শিরোপা জয়ী দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ 'এল ক্লাসিকো' নামে পরিচিত। শুধু স্পেন নয়, এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করে গোটা ফুটবল বিশ্বে।
কারো পছন্দ রিয়ালের থ্রিলার আবার কারো পছন্দ শুরু থেকে প্রতিপক্ষের গলা চেপে ধরা বার্সা। যদিও ম্যাচটি হচ্ছে রিয়ালের ঘরের মাটিতে। বার্নাব্যুতে প্রতিপক্ষের দম বন্ধ হয়ে আসে। যেখানে ১ মিনিট প্রতিপক্ষের কাছে মনে হয় এক শতাব্দী। যদিও সবশেষ এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছিল এখানেই। সেই ম্যাচে ভিনি-রদ্রিগোদের হারের স্বাদ দিয়েছিলেন রাফিনিয়া-ইয়ামালরা।
সেই ম্যাচে কার্লো আনচেলত্তির শিষ্যদের ২-১ গোলে হারিয়েছিলেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আজকের ম্যাচে বার্সার ট্রাম্পকার্ড হতে পারেন তারকা ফরোয়ার্ড লেভানদোভস্কি। লা লিগায় এবারের আসরে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতাও এই পোলিশ তারকা। এছাড়াও এ ম্যাচে তুরুপের তাস হতে পারেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। লা লিগায় এবারের আসরে সর্বোচ্চ গোল সহায়তাকারী হিসেবে সামনে রয়েছে এই ১৭ বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের নাম। সেইসঙ্গে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া তো আছেনই।
তবে কম যায় না স্পেনের রাজধারীর ক্লাব রিয়াল মাদ্রিদও। চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়স জুনিয়র। এছাড়াও কিলিয়ান এমবাপ্পের এটি হবে প্রথম এল ক্লাসিকো। প্রথম ক্লাসিকো স্মরণীয় করতে সেরাটা দিতে প্রস্তুত ফরাসি তারকা। তবে রিয়ালের জন্য হতাশার কারণ হতে পারে রদ্রিগো ও গোলরক্ষক কর্তোয়ার ইনজুরি। ইনজুরিতে পড়ে এল ক্লাসিকো খেলা হচ্ছে না এই দুই তারকার।
লা লিগায় এবারের আসরে ১০টি করে ম্যাচ খেলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে রয়েছে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে বার্সার সমান ম্যাচ খেলে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
এমএসএম / এমএসএম

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া
