ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ইতিহাস গড়ে জিততে হবে ভারতকে, জয়সওয়ালের উড়ন্ত শুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১:৮

নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে ৮ উইকেটে হেরে টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। পুনেতে দ্বিতীয় টেস্টেও তাদের সামনে কিউইরা ৩৫৯ রানের বড় লক্ষ্য দিয়েছে। সেই লক্ষ্য তাড়ায় জিততে হলে ইতিহাস গড়তে হবে রোহিত শর্মার ভারতকে। কিউইদের জবাবে স্বাগতিকদের শুরুটা অবশ্য ভালোই হয়েছে, এখন পর্যন্ত ২ উইকেটে তাদের সংগ্রহ ৯৬ রান। যশস্বী জয়সওয়াল ব্যক্তিগত ফিফটি নিয়ে ব্যাট করছেন।

পুনের এই মাঠে এর আগে ভারত দুটি টেস্ট খেলেছে। যার একটিতে চতুর্থ ইনিংস হয়নি। স্বাগতিকদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। অন্য টেস্টে অস্ট্রেলিয়া জেতে ৩৩৩ রানে। যেখানে ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতের সামনে অজিদের দেওয়া ৪৪০ রানের লক্ষ্য ছিল। সুতরাং টার্গেট যাই হোক, এই মাঠে ইতিহাস গড়তে করতে হবে ভারতকে। 

অন্যদিকে, ভারতের মাঠে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ৩৮৭ রান। ২০০৮ সালে চেন্নাই টেস্টে ভারত সেই লক্ষ্য পেরিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ১৯৮৭ সালে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১১ সালে আবারও সেই দিল্লিতেই ভারত এই রানতাড়া করে।

সবমিলিয়ে ভারত ৩০০–এর বেশি লক্ষ্য পেয়েছে ২৬ বার, এর মধ্যে ইংলিশদের বিপক্ষে চেন্নাই টেস্ট বাদে আর জয়ের রেকর্ড নেই। এ ছাড়া ১৪ ম্যাচে হার, ৯টিতে ড্র এবং বাকি একটি পরিত্যক্ত হয়েছে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৪৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ১৯৬৯ সালে অকল্যান্ডে ওই টেস্ট জিতেছিল। 

ঘরের মাঠে ২০১২ সালের পর আর টেস্ট সিরিজ হারেনি ভারত। তাদের সেই শঙ্কায় ফেলেছে নিউজিল্যান্ড। গতকাল দ্বিতীয় দিনের শেষে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৮ রান। আজ তৃতীয় দিনের প্রথম সেশনের শেষদিকে অলআউট হওয়ার আগে তারা ২৫৫ রান তুলেছে। প্রথম ইনিংসে পাওয়া ১০৩ রানের লিড মিলিয়ে তাদের পুঁজি দাঁড়িয়েছে ৩৫৮। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেছেন অধিনায়ক টম ল্যাথাম। এ ছাড়া গ্লেন ফিলিপস ৪৮ ও টম ব্লান্ডেল ৪১ রান করেছেন।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। আগের ইনিংসের ৭ উইকেট মিলিয়ে সেটি ১১–তে দাঁড়াল। এ ছাড়া রবীন্দ্র জাদেজা ৩ এবং রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট শিকার করেছেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ