হানিমুনে শিরিন শিলা

সম্প্রতি বিয়ে করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা। দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতায় গত ১০ অক্টোবর রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি করে প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই নায়িকা।
শিরিন-সাজিলের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৮ সালের ১০ অক্টোবর। সেই বিশেষ দিনটিকেই বিবাহের দিন হিসেবে বেছে নিয়ে নিজেদের সম্পর্কের এই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছেন তারা। বিয়ের পর থেকেই তারা একে অপরের প্রতি আবেগ-ভরা পোস্ট দিয়ে অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করছেন জীবনের মধুর মুহূর্তগুলো।
বিয়ের পর শিরিন শিলা বলেছিলেন, জানুয়ারি মাসে হানিমুনে যেতে পারেন। অক্টোবরের ২৫ তারিখেই কক্সবাজারে হানিমুনে গেছেন এই নায়িকা। গতকাল শুক্রবার শিরিন শিলা তার সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্টে জানান, তারা কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়েছেন। এই পোস্ট দেখে তাদের ভক্তরা অনুমান করছেন, নবদম্পতি তাদের হানিমুন উদযাপন করতেই দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল কক্সবাজারে গেছেন। এদিকে পরের দিন কক্সবাজারের এক অভিজাত হোটেলের সুইমিংপুল থেকে দম্পতির একসঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবিতে দুজনের চোখে রোদচশমা, গায়ে আরামদায়ক টি-শার্ট— বোঝাই যাচ্ছে, সেখানে বেশ জমিয়ে, চিলিং সময় কাটাচ্ছেন এই নবদম্পতি।
কক্সবাজারে পৌঁছানোর পর শনিবার সকালে ছবির ক্যাপশনে শিরিন শিলা লিখেছেন, ‘শুভ সকাল কক্সবাজার!’ তাদের ভালোবাসায় ভরা ছবিগুলো দেখে ভক্তরা তাদের সুখী দাম্পত্য জীবন ও হানিমুনের জন্য শুভকামনা জানাতে ভোলেননি।
শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরবর্তীতে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমাগুলোতে দেখা গেছে তাকে। এছাড়া হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে তার।
এমএসএম / এমএসএম

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

‘যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন’

‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’

বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা

আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবতো না

মবের হামলার শিকার অভিনেত্রী

অটোগ্রাফ চাইলেন আড়ং-এর সেলসম্যান, আবেগাপ্লুত ফারিয়া

কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের

তিন সন্তান নিতে চান জাহ্নবী

সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম
