ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

শিবপুরে হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে সড়কে ঝরল মারুফার প্রাণ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১২:৩৯

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চকবগাদী গ্রামের মারুফা বেগমের সঙ্গে রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের আজিজুল ইসলামের বিয়ে নির্ধারণ করা হয়েছিল। আজিজুল সৌদি প্রবাসী হওয়ায় দেশে আসার পর অনুষ্ঠান করে তাদের বিয়ে দেয়ার কথা ছিল। এরমধ্যে দুই পরিবারের মাঝে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের মধ্যে যাওয়া-আসা হতে থাকে।

আজিজুলের বাবা মা হবু বউমাকে তাদের বাড়ির এক বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য মারুফাদের বাড়িতে আসেন। সেখান থেকে মারুফাকে সিএনজিচালিত অটোরিকসা করে নিয়ে যাওয়ার সময় ট্রাক ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।
আর এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের সঙ্গে সিএনজিতে থাকা চালকসহ ৬ জনই মারা যান। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), সাতপাড়া গ্রামের রহি উদ্দিনের ছেলে সিএনজি চালক শাহিন মিয়া (৩৫), মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চকবগাদী গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা বেগম (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের দানিছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৫৫), তার স্ত্রী নয়নতারা (৫০) এবং একই উপজেলার মির্জারচর এলাকার মোস্তফা মিয়া (৪৮)।

তাদের মধ্যে নিহত আবু বকর ছিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মারুফা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্সের শিক্ষার্থী। ফারুক ও নয়নতারা মারুফার হবু শ্বশুর-শাশুড়ি।

জানা গেছে, শনিবার দুপুরে শিবপুর উপজেলার সিঅ্যান্ডবি থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকসা ইটাখোলার উদ্দেশে যাত্রা করে। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ যাত্রীসহ ৬ জন মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালায়।

মারুফার ভগ্নিপতি আলতাফ হোসেন গণমাধ্যমকে জানান, আজিজুল সৌদি আরব থাকায় সে দেশে এলেই বিয়ের কথা ছিল। মারুফা হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে দাওয়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেল। তার আর বিয়ের পিঁড়িতে বসা হলো না। 

নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ডিউটি দিতে সিএনজিযোগে কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের ভাতিজা ইমরান খন্দকার গণমাধ্যমকে বলেন, কাকা কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাই। তার পাঁচ ও আড়াই বছর বয়সী দুটি ছেলে রয়েছে। পরিবার তাকে হারিয়ে শোকে কাতর। 

শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকসা জব্দ করেছে পুলিশ। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জামান / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন