ইমোজি এবার টুইটারে
জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে যুক্ত হতে চলেছে একাধিক ইমোজি। এই তথ্য জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট জেন মাঞ্চুন ওয়াং। সম্প্রতি জেন আসন্ন ইমোজির বেশকিছু স্ক্রিনশটও শেয়ার করেছে নিজের টুইটার অ্যাকাউন্টে।
টুইটার যুক্ত করতে পারে লাইকস , চিয়ার, হুম, স্যাড এবং হাহার মতো ইমোজিগুলো। তবে এগুলো এখনও প্রাথমিক অবস্থায় আছে। ফেসবুক ছাড়াও এই বিভিন্ন প্রতিক্রিয়া মূলক ইমোজি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহার করা যাচ্ছে।
মাইক্রোব্লগিং সাইটের আসন্ন ইমোজিগুলোর একটি স্ক্রিনশট প্রকাশ করে জেন মাঞ্চুন ওয়াং । তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করেছেন। জেনের দেওয়া ছবি দেখে মনে করা হচ্ছে ফেসবুকের মতো খানিকটা অনুরূপ রাখা হয়েছে আসন্ন ইমোজিগুলোকে। আশা করা হচ্ছে হাহা এবং স্যাড ইমোজির সঙ্গে মাইক্রোব্লগিং সাইটে অন্তর্ভুক্ত করা হতে পারে হুম এবং চিয়ার ইমোজিগুলোকে। তবে টুইটারে রাখা হচ্ছে না অ্যাঙ্গরি ইমোজিটি।
চলতি বছরের মার্চ মাসে এই ইমোজি চালু করার বিষয়ে টুইটার একটি সমীক্ষা চালিয়েছিল। যার ফল স্বরূপ মাধ্যমে এই ইমোজির আত্মপ্রকাশ ঘটছে বলে মনে করছেন অনেকে।
প্রীতি / প্রীতি
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
বিশ্বের সবচেয়ে স্লিম ফাইভজি ফোন এখন বাংলাদেশে
বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে
স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে
গুগল ক্রোম বিক্রি করতে হবে না!
সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে
মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা
জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই
বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে
এসিরও হার্ট আছে জানেন কি?