বিয়ের ৪ মাসের মাথায়ই সুখবর দিচ্ছেন সোনাক্ষী!

চলতি বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও মডেল জহির ইকবাল। সম্প্রতি জহির ইকবাল সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলো পোস্ট করার পরপরই রীতিমতো হইচই শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে।
মাত্র চার মাস আগেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের। আইনিভাবে বিয়ে সেরেছেন তারা। যদিও সেদিন রাতে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তারা। তারপর থেকে নানা সময়ই নিজেদের বিবাহিত জীবনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই তারকা দম্পতি। কিন্তু সম্প্রতি জহির ইকবাল যে পোস্ট করেছেন সেটা ঘিরেই শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের ধারণা, কয়েক মাস কাটতে না কাটতেই সন্তানসম্ভবা সোনাক্ষী সিনহা!
সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল গত রোববার একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানকার বেশ কিছু ছবি এবং ভিডিও এদিন তারা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জহির ইকবালকে দেখা যায় নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়। কিন্তু তারা যেভাবে পোজ দিয়েছেন একত্রে তাতেই নাকি নেটিজেনরা সোনাক্ষীর বেবি বাম্প দেখতে পেয়েছেন তাও ঢিলে ঢালা আনারকলির মধ্যে দিয়ে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অনেকে তো আবার সেই পোস্টে তাদের শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।
সোনাক্ষী এবং জাহিরের প্রথম সন্তান আসছে ভেবে একজন লিখেছেন, গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা। আরও একজন লিখেছেন, শীঘ্রই খুদে সদস্য আসছে মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা। একজন লিখেন, গর্ভবতী অবস্থায় কী দেখাচ্ছে সোনাক্ষী সিনহাকে। কেউ আবার লিখেন, নজর না লাগে। ভালো থাকুন।
তবে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জহির কেউই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়া বা তাদের প্রথম সন্তান আসছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে এই গুঞ্জন নিছকই গুজব নাকি বাস্তব সেটা সময় এলেই জানা যাবে।
T.A.S / T.A.S

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

‘যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন’

‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’

বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা

আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবতো না

মবের হামলার শিকার অভিনেত্রী

অটোগ্রাফ চাইলেন আড়ং-এর সেলসম্যান, আবেগাপ্লুত ফারিয়া

কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের

তিন সন্তান নিতে চান জাহ্নবী

সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম
