ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বাস সিডিউল বর্ধিত করায় প্রশংসিত পরিবহন প্রশাসক


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৩:৫৬

ময়মনসিংহ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় কবির নামে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চারটি (দুটি ছেলেদের, দুটি মেয়েদের) আবাসিক হল থাকলেও শতভাগ আবাসিক নয় বিশ্ববিদ্যালয়টি।

এজন্য শিক্ষার্থীদের বড় একটি অংশ বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস বা ময়মনসিংহ শহর থেকে নিয়মিত ক্লাস পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াতের জন্য ময়মনসিংহ শহরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা গ্রহণ করেন। এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের বড় একটি অংশ টিউশনি করাতে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করেন। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সিডিউলে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য না দিয়ে সিডিউল তৈরির অভিযোগ সাবেক পরিবহন প্রশাসক সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমানের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, সাধারণ শিক্ষার্থীর মতামতকে প্রাধান্য না দিয়েই সিডিউল তৈরি করতেন সাবেক এই প্রশাসক। 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি বাস, দুপুরে ময়মনসিংহ শহর থেকে একটি বাস এবং সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ শহর থেকে ক্যাম্পাসে একটি বাসের। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবিগুলো পূরণ করে নতুন সিডিউল প্রণয়ন করেছেন জুলাই বিপ্লবের পর যোগদানকৃত নতুন পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী। ২৭ অক্টোবর (রবিবার) এই সিডিউল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর। নতুন সিডিউল তৈরির পর প্রশংসিত হচ্ছেন পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী। 

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী শংকর বাবু বলেন, সকালে একটি ক্লাস থাকলেও দুপুর সোয়া ২টা পর্যন্ত অপেক্ষা করতে হতো বাসের জন্য। এটি অনেক বেশি কষ্টদায়ক। বর্তমান প্রশাসক এটি আমলে নিয়ে দুপুর সাড়ে ১২টায় বাসের ব্যবস্থা করেছে, এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয়ন্ত সাহা বলেন, টিউশনি করাতে আমি ময়মনসিংহ যাতায়াত করি। টিউশন শেষে আগে ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন দিন ছোট, ৭টা অনেক রাত। আর ৭টার বাসে আসতে রাত প্রায় সাড়ে ৮টা বাজত। ৬টায় বাসের ব্যবস্থা করায় স্যারকে ধন্যবাদ।

তবে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিআরটিসি বাসের ফিটনেসহীন বডি থাকায় সে বিষয়ে পরিবহন প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসান রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কজন স্যার অগ্রসৈনিক ছিলেন তার মধ্যে হাসমী স্যার অন্যতম। এই দপ্তরে স্যারই একমাত্র সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বুঝবেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করায় স্যারকে ধন্যবাদ। সেই সাথে স্যারকে অনুরোধ করব ফিটনেসবিহীন বিআরটিসি বাসগুলোর বিষয়ে ভাবতে।

সার্বিক বিষয়ে পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, আমার স্বল্প সাধ্যের মধ্য থেকে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করার মানসিকতা নিয়েই এ দপ্তরের দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের গাড়ির তেল আমার পকেটের টাকায় কেনা হয় না। তাই যা বরাদ্দ আসে পুরোটাই শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে যা করতে হয়, তার পুরোটাই করার চেষ্টা করব।

ফিটনেসবিহীন বিআরটিসি বাসগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে ড. শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংকট থাকায় বিআরটিসি বাসগুলোর সহায়তা নিতে হয়। বিআরটিসি বাসগুলোর বেশিরভাগই নাজেহাল। শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পরপরই বিআরটিসি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি বাসগুলো সার্ভিসিং করে দিতে। আশা করি দ্রুততম সময়ে এটারও সুরাহা হবে। তবে শিক্ষার্থীদের একটু ধৈর্যধারণের অনুরোধ রইল।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি পূরণ করতে চাই। পরিবহন দপ্তর একটি সেবামূলক দপ্তর। শিক্ষার্থীদের সেবাই এটার উদ্দেশ্য। তাই শীতকালে দিন ছোট হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা সিডিউলে বাসের সংখ্যা বর্ধিত করেছি।

এমএসএম / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন