সুবর্ণচরে ভূমিদস্যু আলেয়ার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নোয়াখালীর সুবর্ণচরের কথিত ভূমিদস্যু, গরু চুরির হোতা, মিথ্যা মামলাবাজ ও পতিতা সর্দার আলেয়ার বিচারের দাবিতে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এলাকাবাসীর আয়োজনে উপজেলার চরবাটা ভূঁইয়ার হাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগীরাসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী নারী নাজমা, তাছলিমা, হাজেরা, আফরোজা এবং মোহাম্মদ উল্যাহ, আবদুল আলীম ও সিরাজসহ শতাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ থেকে প্রায় ২৫ বছর আগে তথাকথিত আলেয়া অসহায় হয়ে অন্য এলাকা থেকে সুবর্ণচরের চরমজিদে আসার পর এলাকাবাসী তাকে সার্বিক সহযোগিতা করে বসবাসের সুযোগ করে দেন। এরপর থেকে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের মধ্যদিয়ে আলেয়ার উত্থান শুরু হয়। প্রথমে আলেয়া নিজে দেহ ব্যবসা শুরু করে এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। পরে সে তার নিজ বাড়িতে মিনি পতিতালয় খুলে জমজমাট দেহ ব্যবসা করতে থাকে। শুধু তাই নয়, আলেয়া তার বাড়িতে চোর-ডাকাতদের আস্তানা করার সুযোগ করে দিয়ে এলাকায় চুরি, ডাকাতি ও রাহাজানি বাড়িয়ে দিয়ে শান্তিশৃঙ্খলার অবনতি ঘটায়।
তারা আরো বলেন, ২০২২ সালে সুবর্ণচরে আলোচিত গরু চুরির ঘটনায় আলেয়ার ছেলে মো. ইলিয়াছ ওরফে রিয়াজ গরু চুরি করে পিকআপে করে গরু নেয়ার পথে চোরাই গরুসহ সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে চরজব্বর থানা পুলিশ খবর পেয়ে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে পুলিশের তদন্তেও রিয়াজকে গরুচোর হিসেবে শনাক্ত করা হয়। গরু চুরির ফৌজদারি এ মামলার বাদী মো. সেলিম (মামলা নং ৪৫৮/২২)। মামলাটি বর্তমানে চলমান।
শুধু তাই নয়, ভূমিদস্যু আলেয়া চরমজিদের মুক্তিযোদ্ধাদের জমির কাগজপত্র জাল-জালিয়াতি করে ইতোমধ্যে চরমজিদ ভূঁইয়া হাটের মুক্তিযোদ্ধা সংসদের অফিসের ঘরসহ জাযগা জবরদখল দখল করে দোকানঘর তৈরি করে বিক্রি করেছে। অন্যদিকে চরমজিদে অবস্থিত মুক্তিযোদ্ধা কলোনির বিশাল দীঘি জবরদখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ চাষ করে আসছে।
এছাড়াও ইতোমধ্যে ভূমিগ্রাসী আলেয়া চরমজিদের বাসিন্দা এনজিওকর্মী সিরাজের দুই একর, এমালকের দুই একর, হাফেজ মোহাম্মদ উল্লার দুই একরসহ অর্ধশতাধিক অসহায় পরিবারের নারী-শিশুসহ সকল সদস্যে ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে তাদের ভিটেমাটি জবরদখল করে পরে বিক্রি করে দিয়েছে। চরমজিদের ভূমিহীন মো. আলিমকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আলেয়া একাধিকবার হামলা করে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং এ পর্যন্ত আলিমের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাসহ ২২টি মিথ্যা মামলা দায়ের করে আলেয়া। এসব কাজে আলেয়াকে তার স্বামী বেলাল ও ছেলে স্বাধীন, রিয়াজ এবং সোহেলসহ তার পরিবারের নারী-পুরুষসহ সবাই সরাসরি সহযোগিতা করে বলে জানান ভুক্তভোগীরা।
আলেয়ার প্রধান কাজই হলো মুক্তিযোদ্ধাদের ছবি সংগ্রহ এবং স্বাক্ষর নকল করে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের জমি সে ক্রয় করেছে বলে প্রথমে দখল করে এবং পরে বিক্রি করে দেয়। আলেয়া গত কয়েক বছর ধরে গোপনে মাদক ব্যবসাও করে যাচ্ছে এবং কুমিল্লাসহ বিভিন্ন জেলার আন্তঃজেলা চোর-ডাকাত চক্রের মাধ্যমে সুবর্ণচরে চুরি-ডাকাতির ঘটনা ঘটায় বলে জানান এলাকাবাসী। কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করলে সে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়।
এ পর্যন্ত আলেয়া ও তার পরিবারের সদস্যরা বাদী হয়ে এলাকার কয়েকজন নিরিহ মানুষের নামে অর্ধশতাধিক মিথ্য মামলা করেছে বলে জানা গেছে। সর্বোপরি আলেয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। পুরো এলাকাকে সে জিম্মি করে রেখেছে। সে সব সময় তার যা ইচ্ছা তাই করেই যাচ্ছে। যেন দেখার কেউ নেই।
তথাকথিত এই নারী সন্ত্রাসী আলেয়ার অপকর্মে পুরো নারীসমাজের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। বর্তমানে আলেয়াসহ তার স্বামী এবং ছেলেদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, জবরদখল, মারামারি, প্রতারণা ও চুরি-ডাকাতিসহ প্রায় ১৪টি মামলা চলমান বলে তথ্য পাওয়া গেছে।
মানববন্ধন থেকে আলেয়ার বিরুদ্ধে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে কয়েক হাজার নারী-পুরুষ ভূঁইয়ার হাটে কথিত আলেয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
T.A.S / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
