ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আফগানিস্তান সিরিজ খেলতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১:১

জল্পনা-কল্পনার পরে দক্ষিণ আফ্রিকা টেস্ট দল বাংলাদেশে এসে সিরিজ জিতেছে। ঘরের মাটিতে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্তরা। এবার ভুলে যাওয়ার মতো স্মৃতি পেছনে ফেলে নতুন কিছুর সন্ধানে তারা বের হবেন। লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আফগানিস্তানের বিপক্ষে। সেজন্য আজ (শনিবার) বিকাল সাড়ে ৫টায় ঢাকা ছাড়বেন টাইগার বাহিনীর একাংশ। বাকিরা রোববার (৩ নভেম্বর) একই সময়ে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। 

সিরিজ শুরু হবে চার দিন পরেই। রঙিন পোশাকের ক্রিকেটে শান্তরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন, সেটিরও পরীক্ষা হবে এই সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'এটা তো অবশ্যই খুবই হতাশাজনক। এগুলো থেকে বোঝা যায় আমাদের কত উন্নতির জায়গা আছে। অবশ্য পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছি, ভালো ক্রিকেট খেলেই জিতেছি। অনেকগুলো জায়গা আছে মাঠে, মাঠের বাইরে যেখানে আমাদের উন্নতি করা লাগবে।' 

ধারাবাহিক ব্যর্থতার কারণে বাংলাদেশের ক্রিকেট এখন সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার। এতদিন পরে এসে শান্তরা বুঝতে পারছেন উন্নতির জায়গা অনেক রয়েছে। কিন্তু সেই উন্নতি হতে কত বছর কিংবা কত যুগ সময় লাগবে, সেটি অজানা। দুই যুগ পরে এসেও একটি টেস্ট খেলুড়ে দল এমন ব্যর্থতার নজির স্থাপন করছে। অথচ উন্নতির কোনো দেখা নেই। হাতেগোনা কয়েকটি ম্যাচে ভালো করলেই যেন স্বস্তি খুঁজে পান টাইগাররা। তার পরে আবার সেই চিরচেনা ব্যর্থতা। ব্যর্থতার কথা শিকার করে শান্ত বলেছেন, 'আমাদের কিন্তু অনেক লম্বা সময় ধরে এরকম হচ্ছে। আমি জানি না, ওপরে যারা ব্যাটিং করে, তারা কী চিন্তা করে বা কী রকম প্রস্তুতি নেয়। তবে এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে।' 

ওপেনার ও টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এখন যেন একটা নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে অধিনায়ক আক্ষেপ প্রকাশ করলেও সমাধান আসছে না। বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত ব্যর্থতার কারণ হিসেবে ক্রিকেটারদের মানসিকতাকেও দেখছেন। নিজের ব্যর্থতার কথাও তিনি তুলেছেন। দলের দায়িত্বে নতুন কোচ ফিল সিমন্স সেই সমস্যার সমাধান কীভাবে দেন, সেদিকেও নজর রয়েছে সবার। ব্যাটিং কোচ ডেভিড হেম্পের দিকেও তাকিয়ে সকলে। সাদা পোশাকের পরে এবার রঙিন পোশাকে ব্যর্থতার ইতি ঘটবে কিনা, তারই অপেক্ষায় ভক্তরা। 

বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

T.A.S / T.A.S

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?