ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

এম এইচ মুন্নার স্বপ্ন ও সংগ্রামের গল্প "আমি একজন ভালো অভিনেতা হতে চাই"


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৫:২৯

সকালের সময় প্রতিবেদক:- অভিনয়ে আসার মূল প্রেরণা কী ছিল আপনার?

এম এইচ মুন্না: ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা গভীর টান ছিল। আমি সব সময় ভেবেছি, কীভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারি। মোশাররফ করিমের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। তার অভিনয়ের ভঙ্গি, সাধারণ চরিত্রগুলোর মধ্যেও যে গভীরতা ও মজার উপস্থাপনা, তা আমাকে বারবার মুগ্ধ করেছে। তিনিই আমার প্রেরণা, আমার কাছে হিরো।

সকালের সময় প্রতিবেদক:- এখন পর্যন্ত অভিনয়ের জন্য কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন?

এম এইচ মুন্না: একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ কাজ নয়। চরিত্রে ঢুকতে প্রচুর পরিশ্রম করতে হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে সংলাপ মনে রাখতে অসুবিধা হয়। তাছাড়া, সময়ের সাথে সাথে নিজের দক্ষতা বাড়ানো, সংলাপ রপ্ত করা, ক্যামেরার সামনে সাবলীল থাকা - এগুলো বেশ চ্যালেঞ্জিং। এর পরও নিজের লক্ষ্যে অটল থাকার চেষ্টা করি।

সকালের সময় প্রতিবেদক:- অভিনয়ের ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

এম এইচ মুন্না: আমি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে আরো কাজ করতে চাই। সেন্ট্রাল চরিত্রে বা হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, এমনভাবে যেন আমার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করতে পারি। আমি চাই, সারা দেশে এমনভাবে পরিচিতি পেতে যেন মানুষ বলে, "ওই তো মুন্না, যাকে অভিনয়ে সব সময় মনে গেঁথে যায়।"

সকালের সময় প্রতিবেদক:- শুনেছি, আপনি একসময় নিজেই ড্রামা প্রযোজনা করেছেন?

এম এইচ মুন্না: হ্যাঁ, আমি কিছু একক নাটক প্রযোজনা করেছিলাম যেখানে আমি মূল চরিত্রে অভিনয় করেছি। তবে এখন থেকে অভিনয়ে পুরোপুরি মনোযোগ দিতে চাই। প্রযোজনার পরিবর্তে এখন অভিনয়ের কাজেই আরও গভীরে ডুব দিতে চাই।

সকালের সময় প্রতিবেদক:- আপনার সাম্প্রতিক চরিত্র সম্পর্কে কিছু বলুন।

এম এইচ মুন্না: সম্প্রতি আমি একটি পুলিশ অফিসারের চরিত্রে কাজ করছি। তিনি একজন সৎ পুলিশ অফিসার, যিনি পদোন্নতির জন্য ব্যস্ত থাকেন কিন্তু তার সংসারে টানাপোড়েন লেগেই থাকে। চরিত্রটি বিভিন্ন দিক থেকে মজার ও চ্যালেঞ্জিং। এমন চরিত্রের ভেতরে ঢোকা এবং তার গল্প তুলে ধরা এক অভিজ্ঞতা।

সকালের সময় প্রতিবেদক:- আপনি যখন অভিনয়ে ব্যস্ত নন, তখন কী করেন?

এম এইচ মুন্না: আমি একজন সাংবাদিক, তাই সাংবাদিকতার ব্যস্ততা সবসময়ই থাকে। তাছাড়া, নিজের অভিনয়ের দক্ষতা বাড়াতে, সংলাপ রপ্ত করতে নিয়মিত কাজ করি। এ ছাড়া বিভিন্ন সিনেমা ও নাটক দেখি, যা আমাকে অনুপ্রেরণা দেয় এবং অভিনয়ে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়।

সকালের সময় প্রতিবেদক: দর্শকদের উদ্দেশে আপনার কোনো বার্তা আছে?

এম এইচ মুন্না: অবশ্যই। আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই। তাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয়।

আমি শুধু একজন অভিনেতা নই, আমি একজন স্বপ্নবাজ মানুষ, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান। আশা করি, সবাই আমার সাথে থাকবেন, আমার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার শক্তি হয়ে।

T.A.S / T.A.S