ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

পাহাড়সম স্বপ্নে ক্যাম্পাসে এসেছে আঠারো: তাদের পদচারণায় মুগ্ধ নজরুল আঙিনা


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৩৪

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। গতকাল ৪ঠা নভেম্বর'২৪ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে আয়োজিত আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে যুক্ত হয়েছে আরো একটি নতুন ব্যাচ। বিশ্ববিদ্যালয় পরিবার নবীনদের রজনীগন্ধা ফুল উপহার দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। 

বিদ্রোহী কবির স্মৃতিধন্য এই ক্যাম্পাসে অন্যান্য দিনের তুলনায় আজ থেকে সৌন্দর্যের মাত্রাটা আরো বেড়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণায়। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণের আরেক মাত্রা যোগ হয়েছে এ ক্যাম্পাসে। ক্যাম্পাসের চারদিকে নবীনদের আগমনে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ক্যাম্পাসের প্রতিটা চত্বরে চত্বরে। তাদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস বইছে বাতাসে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে তাদের চোখে-মুখে ছিল অন্যরকম আবেগ।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন ছাত্রছাত্রীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে। অনেক নবীনের সঙ্গে আবার তাদের অভিভাবকদেরও দেখা গেছে। পাশাপাশি ক্যাম্পাসের প্রবীণরাও এসেছেন সাজগোজ করে। প্রবীণ ছাত্রীদের কেউ কেউ শাড়ি পরে ও ছেলেরা এসেছে পাঞ্জাবি অথবা শার্ট-কোর্ট-টাই পরে।

৫৭ একরের এ ক্যাম্পাসে সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক উৎসবে মুখরিত থাকলেও সেই সৌন্দর্যের মাত্রাটা একধাপ বাড়িয়ে দিয়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার নবীনের পদচারণায় মুখর হয়ে উঠেছে কাজী নজরুলের নামে প্রতিষ্ঠিত দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠ। ক্যাম্পাসের প্রতিটি আড্ডাস্থলে পুরোনোদের পাশাপাশি আলো ছড়াচ্ছেন নবীন মুখগুলো। ক্যাম্পাসের আনাচে-কানাচে সিনিয়র-জুনিয়র আড্ডায় মেতে উঠেছে। ভর্তিযুদ্ধে জয়ী হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য স্মরণীয় একটি দিন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে প্রত্যেকের মনে ক্যাম্পাস নিয়ে আঁকা নানা স্বপ্ন, জল্পনা-কল্পনার প্রতিফলন ঘটছে। দীর্ঘদিনের কল্পিত স্বপ্ন ওরিয়েন্টেশনের মাধ্যমে রুপ নেয় বাস্তবে। সবাই ভেসে যায় আনন্দের জোয়ারে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবীন এক শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রত্যেক শিক্ষার্থীর লালিত স্বপ্ন। আমার সেই লালিত স্বপ্ন পূরণ হলো। স্কুল-কলেজের পর  বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে অংশগ্রহণ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়।
তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষার দীর্ঘ যাত্রার পর বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের অনুভূতিটাই অন্য রকম। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হলো। তাই খুব ভালো লাগছে। সকল বন্ধু মিলে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করলাম। ভবিষ্যতে যেন দেশের কল্যাণে কাজ করতে পারি সেই কামনা করি।

T.A.S / T.A.S

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান