ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সুবর্ণচরে স্কু্ল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা চেষ্টাঃ বিচারের দাবীতে মানববন্ধন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ২:৮

নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাসুমা আতিয়া জিন্নাত ও তার পরিবারকে কুপিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

৬ নভেম্বর (বুধবার)  বেলা সাড়ে ১২ টায় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে উক্ত বিদ্যালয়ের ছাত্র কল্যান সংগঠন,  ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বক্তারা বলেন, গত ৪ নভেম্বর ১২ সাড়ে ১২ টায় জিন্নাত বিদ্যালয় থেকে বাড়ীতে ফিরলে পর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী সাইফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা জিন্নাত ও তার পরিবারকে হত্যার উদ্দ্যেশে   ধারালো অস্ত্র ও লাটিসোটা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে পেলে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বর্তমানে জিন্নাত ও তার পরিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর আগেও একাধিকবার জিন্নাত ও তার পরিবারকে   হত্যা করার চেষ্টা করা হয়েছে,  মারধর করা হয়েছে।

এ ঘটনায় ৬ জন আসামির মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করে কিন্তু ঘটনার মূল হোতা এবং তার সাঙ্গপাঙ্গ ভাড়াটিয়া সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হয়নি। বক্তারা ২৪ মধ্যে  ঘটনার মূল হোতা সন্ত্রাসী সাইফু্ল ইসলামসহ জড়িত সকলকে গ্রেফতার করার দাবী জানান এবং দাবী না মানা হলে অবস্থান ধর্মঘটের হুশিয়ারী দেন।  শিক্ষার্থীরা  আরো বলেন, কারো পারিবারিক ব্যক্তিগত রেশারেশি পারিবারিক ঝামেলা থাকতে পারে কিন্তু সেটার বলির পাঠা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন পড়বে,  কেন শিক্ষার্থীরা নির্যাতিত হবে, জীবন দেবে,  নানা অজুহাতে সারাদেশে চলছে শিক্ষার্থী নির্যাতন এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র কল্যান সংগঠনের সভাপতি আব্দুর রহমানসহ শিক্ষার্থীরা।

শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন,  দুজন আসামী গ্রেফতার হয়েছে কিন্তু প্রধান আসামি সাইফু্লকে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এমন ন্যাক্কার জনক ঘটনা কখনো কাম্য নয়, আমরা এর তিব্র নিন্ধা জানাচ্ছি।

T.A.S / T.A.S

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড