ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৪:১৯

সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে বাকি দুই ফরম্যাটে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। সিরিজের তিনটি ম্যাচই হবে এই ভেন্যুতে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডে। সেই সিরিজে ও বর্তমান বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন হয়েছে আগেই। ফলে একাদশেও পরিবর্তন অনুমিতই ছিল।

চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। তিন পেসার (তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে, টস জিতে আগে ব্যাটিং নেওয়া হাশমতউল্লাহ শহিদীদের একাদশেও পরিবর্তন আনা হয়েছে। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা সেদিকউল্লাহ অটলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। উইকেট-টেকার বোলার রয়েছে তাদের একাদশে। অভিজ্ঞ রশিদ খান ও মোহাম্মদ নবিদের সঙ্গে স্পিন-বিভাগে আছেন আল্লাহ মোহাম্মদ গাজানফার ও নাঙ্গেয়ালিয়া খারোতে। পেসার হিসেবে আছেন গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি, শক্তি বাড়াচ্ছেন পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।

এমএসএম / এমএসএম

আইপিএল নিলাম কবে-কোথায়, কোন দলের কত বাজেট

বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে স্পেন, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়

বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের সামনে ৮ রেকর্ডের হাতছানি

‘আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে ফেলবেন পান্ত’

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নতুন যে দায়িত্ব পেলেন সালাউদ্দিন

১৪ বছর পর ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!

পাকিস্তানে খেলা, দৃৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ভারত

এবার নারীদের ক্রিকেটেও স্পন্সর পেল বিসিবি

পদত্যাগ করলেন মেসিদের কোচ

আর্জেন্টিনার জয়ে লিওনেল মেসির অনন্য রেকর্ড

আরও এক বছরের জন্য ম্যানসিটিতেই থাকছেন গার্দিওলা

পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের!

ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন সৌম্য-সোহানরা