ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৪:১৯

সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে বাকি দুই ফরম্যাটে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। সিরিজের তিনটি ম্যাচই হবে এই ভেন্যুতে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডে। সেই সিরিজে ও বর্তমান বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন হয়েছে আগেই। ফলে একাদশেও পরিবর্তন অনুমিতই ছিল।

চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। তিন পেসার (তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে, টস জিতে আগে ব্যাটিং নেওয়া হাশমতউল্লাহ শহিদীদের একাদশেও পরিবর্তন আনা হয়েছে। ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা সেদিকউল্লাহ অটলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। উইকেট-টেকার বোলার রয়েছে তাদের একাদশে। অভিজ্ঞ রশিদ খান ও মোহাম্মদ নবিদের সঙ্গে স্পিন-বিভাগে আছেন আল্লাহ মোহাম্মদ গাজানফার ও নাঙ্গেয়ালিয়া খারোতে। পেসার হিসেবে আছেন গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকি, শক্তি বাড়াচ্ছেন পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।

এমএসএম / এমএসএম

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?