ঢাকায় হেনরি, খেলতে পারবেন না প্রথম ম্যাচ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।
হেনরির ঢাকায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কোভিড প্রটোকল অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। তাই কাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।
৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হলেও অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে পারবেন কী না তা বলে দেবে সময়। এদিকে করোনা আক্রান্ত অ্যালেন দলের সঙ্গেই থাকছেন। নিউ জিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ ছাড়া তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।
ক্রাইস্টচার্চ থেকে হেনরিকে নিয়ে নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, ব্যাটসম্যানের বদলে বোলারকে নিলেও বর্তমান পরিস্থিতিতে দলে কারো বদলি হিসেবে হেনরিই ঠিক আছে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের লাইক এ লাইক রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’
যুক্তরাজ্যে থাকা খেলোয়াড়দের আনলে ঢাকায় তাদের সাত দিনের আইসোলেশনে থাকতে হতো। এজন্য তাদের বিবেচনা করা হয়নি বললেন স্টিড। হেনরিকে শুধু পাকিস্তান সফরের দলে রাখা হয়েছিল। কিন্তু তারও আগেই দেশ ছাড়তে হয়েছে তাকে।
প্রীতি / প্রীতি
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা