আরডিআরএস বাংলাদেশ রংপুর অফিস ভবনে মুজিব কর্নার উদ্বোধন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ রংপুর অফিস ভবনে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রংপুরে নির্মিত মুজিব কর্নার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার লক্ষ্যে আরডিআরএসের প্রয়াস প্রশংসনীয় এবং অনুকরণীয়।
আরডিআরএস ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন শিব নারায়ণ কৈরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন (যুগ্ম-সচিব), আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার।
এ সময় আরডিআরএস বাংলাদেশের হেড অব অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিস নজরুল গনি, হেড অব মাইক্রোএন্টারপ্রাইজ রবিন চন্দ্র মণ্ডল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আরডিআরএসের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান