ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-১২-২০২৪ বিকাল ৭:১৭

নেত্রকোনার মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিত করণে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা'র  উদ্যোগে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর সহযোগিতায় এআরএফবি'র  হলরুমে ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এনজিও প্রতিনিধি, সচেতন নাগরিকবৃন্দ,সাংবাদিক ও পরিবেশ কর্মীগণ দলীয় সভায় অংশ নেন।

নেত্রকোনার  মগড়া নদী সুষ্ঠু প্রবাহ নিশ্চিতকরণে করণীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,এআরএফবি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র  চন্দ।

এ সময় বক্তব্য রাখেন,সোসিও ইকোনমিক  ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান,এডাব জেলা সেক্রেটারি কে এম জামি,রুপালি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম,পরিবেশ উন্নয়ন কর্মী ভজন দাস,তামান্না মহিলা উন্নয়ন সমিতি'র নির্বাহী পরিচালক ফারহানা সুলতানা,নেত্রকোনা'র আলো ডটকমের সম্পাদক  সোহেল রেজা,গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজুর রহমান,সমাজকর্মী নাজমুশ শাহাদাত নাজু সহবিভিন্ন সচেতন নাগরিকবৃন্দ,সাংবাদিক ও পরিবেশ কর্মীগণ।

আলোচনা সভায়,বেলা'র বিভাগীয় সমন্বয়কারী  গৌতম চন্দ্র চন্দ বলেন,নেত্রকোনা অঞ্চলের হুমকির মুখে পড়া নদীগুলো দুরবস্থা ও এর সমাধান নিয়ে নেত্রকোনার স্থানীয় জনসাধারণ ও আইনগত বিষয়ে বেলা কেন্দ্রীয়ভাবে সহযোগিতা প্রদান করবে। নেত্রকোনার মগড়া নদীর প্রবাহ সৃষ্টির লক্ষ্যে বেলা কাজ করে যাচ্ছে। 

মুক্ত আলোচনায় বক্তাগণ বলেন,দীর্ঘদিন যাবত  মগড়া নদী নিয়ে মানববন্ধন সেমিনারে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বক্তব্য অনেক হয়েছে কিন্তু  বাস্তবে কোন কাজ হচ্ছে না। আমরা চাই নদীর সংস্কার নদীটির প্রবাহ,নেত্রকোনার শহরের উপর দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীর দু'পাড় দখলমুক্ত,অবৈধ স্থাপনা উচ্ছেদ,পরিচ্ছন্ন নদী, দূষণমুক্ত পরিবেশ ফিরিয়ে আনা। 

মগড়া নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত একটি স্লুইসগেট (পূর্বধলার ত্রিমোহনী) আলোচনা সভায় স্লুইসগেটটি তুলে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। এ ছাড়াও সভা থেকে নেত্রকোনা পৌরসভা অঞ্চলের মগড়া নদীকে গ্রীন এন্ড ক্লিন সিটি করার আহবান জানানো হয়।

T.A.S / T.A.S

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ