ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ছেলের ২২তম জন্মদিনে আবেগাপ্লুত মালাইকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ১১:৪৮

অনেকেই বলেন, সময় নদীর স্রোতের মতো। কখন যে তা পার হয়ে যায়, বলা বড়ই মুশকিল। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তার আদরের ছোট্ট আরহান, বুঝতেই পারেননি অভিনেত্রী মা মালাইকা অরোরা। 

শনিবার (৯ নভেম্বর) ২২ বছরের পা রাখল আরবাজ-মালাইকার আদরের একমাত্র সন্তান আরহান। ছেলের জন্মদিনে আবেগঘন একটি পোস্ট করেছেন মালাইকা অরোরা। প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি। 

প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবিও পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে।

আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। ডানদিকে মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকা পুত্রকে।

ছবিগুলি পোস্ট করে মালাইকা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালবাসে (লাল হৃদয় ইমোজি)।’ছেলের মালাইকার জন্মদিনে মালাইকার এই পোস্টে সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পাণ্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খানসহ বলিপাড়া বহু সেলেবই শুভেচ্ছা জানিয়েছেন। 

টুইঙ্কল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘লোকে যাই বলুক না কেন, মালাইকা একজন ভালো মা।’ আরও একজন লিখেছেন, ‘এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।’

আরহান হল মালাইকা ও তার প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেসময় তারা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহ-বিচ্ছেদ হয় আরবাজ ও মালাইকার। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাদের। বিচ্ছেদের পর বাবা-মা দুজনের কাছেই থাকতে পারেন তাদের ছেলে।

মালাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়’।

বর্তমান আরহান আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খানও।

এমএসএম / এমএসএম

সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম

প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না : চমক

ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক

‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’

আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের