নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহন
দায়িত্বভার গ্রহন করেছে পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন পরিষদ। আজ রবিবার সকালে নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহন করেন। নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১০তম চেয়ারম্যান হিসাবে পরিষদ চেয়ারম্যান পদে আসীন হলেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো: শিবলী নোমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহনের পর জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সাংবাদিকদের বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। তিনি বলেন, সততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাবো। জেলা পরিষদের নবগঠিত পরিষদকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান। নবগঠিত জেলা পরিষদের সদস্যরা হলেন, বাঘাইছড়ি উপজেলার দেব প্রসাদ দেওয়ান, নানিয়ারচর উপজেলার প্রণতি রঞ্জন খীসা, রাঙ্গামাটি সদরের প্রতুল চন্দ্র দেওয়ান, রাঙ্গামাটি সদরের বরুন বিকাশ দেওয়ান, কাপ্তাই উপজেলার ক্যওসিংমং, রাঙ্গামাটি সদরের নাইউ প্রু মারমা, বিলাছড়ি উপজেলার ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, রাঙ্গামাটি সদরের রাঙাবী তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি সদরের সাগরিকা রোয়াজা, নানিয়ারচর উপজেলার দয়াল দাশ, রাঙ্গামাটি সদরের মোঃ হাবিব আজম, লংগদু উপজেলার মিনহাজ মুরশীদ, রাঙ্গামাটি সদরের বৈশালী চাকমা, রাঙ্গামাটি সদরের লুৎফুন্নেসা বেগম। উল্লেখ্য, গত ৭নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জারী করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়। আর দেশের ৬১ জেলার জেলা পরিষদগুলোর চেয়ে তিন পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ১৯৮৯ সালে প্রণীত পৃথক ৩টি আইন অনুযাযী জেলা পরিষদগুলো গঠিত। আইন এ বিধান অনুযায়ী বর্তমান চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট অন্তর্বতীকালীন পরিষদ গঠন করা হয়েছে। বর্তমান পরিষদে ২জন উপজাতীয় এবং ১জন অ-উপজাতীয়সহ মোট ৩জন মহিলা সদস্যের পদ সংরক্ষিত রাখা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে ২৫টি সরকারী দপ্তর ও বিষয় হস্তান্তরিত। দপ্তর সমূহের পরিচালনার দায়িত্ব পরিষদের কাছে ন্যস্ত। রাঙ্গামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অ-উপজাতীয় সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আইন অনুযায়ী নব গঠিত অন্তরবর্তী কালীন পরিষদ কাজ চালিয়ে যাবেন।
এমএসএম / এমএসএম