ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১১:৫৯

মালদ্বীপ ফুটবল দল আবার ঢাকায় এসেছে। বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল প্রথম ম্যাচ, ১৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। গত বছর বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল মালদ্বীপ। খেলা হবে বসুন্ধরা কিংসের মাঠে, সন্ধ্যা ৬টায় শুরু হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৮০০, গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। বসুন্ধরার ভেতরে সাউথ ইস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা থেকে টিকিট পাওয়া যাবে।

মালদ্বীপ ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে গতকাল সকালে বিমানবন্দর গিয়েছিলেন দেশের সাবেক তারকা ফুটবলার এবং বাফুফেতে প্রথম বার নির্বাচিত হওয়া সদস্য গোলাম গাউস। সঙ্গে ছিলেন বাফুফের আরো দুই সদস্যা জাকির হোসেন চৌধুরী এবং কামরুল ইসলাম হিলটন। ফুল দিয়ে মালদ্বীপের খেলোয়াড়দের অভ্যর্থনা জানান।

দুপুরে হোটেলে পৌঁছেই বিকালে মালদ্বীপ ফুটবল দল উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করে। আজ কিংসের মাঠে অনুশীলন করবেন। সাত থেকে আট জন ফুটবলার রয়েছেন, যারা আগেও বাংলাদেশে এসেছেন। গত বছর অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ- মালদ্বীপ মুখোমুখি হয়েছিল, মালেতে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ঢাকায় ফিরতি ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ফুটবল পরিসংখ্যান বলছে-এই দুই দেশ ১৮ বার মুখোমুখি হয়। ৬টি জয়, ৬টি ড্র এবং ৬টিতে হেরেছিল বাংলাদেশ। এই দুটি ম্যাচ দিয়ে এবার বছর শেষ করবে বাংলাদেশ ফুটবল দল। সর্বশেষ বাংলাদেশ ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল সপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে। মালদ্বীপ ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল দল ১ নভেম্বর অনুশীলনে নেমেছে।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা দুই পর্বে ২৭ ফুটবলার নিয়েছেন তার দলে। চূড়ান্ত করেননি তালিকা। তবে দলের বেশির ভাগ ফুটবলার বসুন্ধরা কিংসের। তারা এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাজে ফুটবল খেলে বসুন্ধরাকে ডুবিয়েছে। লজ্জার হার হেরেছে। তার পরও এই সব ফুটবলারের কোনো গ্লানি নেই। হাসতে হাসতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।

T.A.S / T.A.S

আইপিএল নিলাম কবে-কোথায়, কোন দলের কত বাজেট

বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে স্পেন, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়

বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের সামনে ৮ রেকর্ডের হাতছানি

‘আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে ফেলবেন পান্ত’

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নতুন যে দায়িত্ব পেলেন সালাউদ্দিন

১৪ বছর পর ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!

পাকিস্তানে খেলা, দৃৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ভারত

এবার নারীদের ক্রিকেটেও স্পন্সর পেল বিসিবি

পদত্যাগ করলেন মেসিদের কোচ

আর্জেন্টিনার জয়ে লিওনেল মেসির অনন্য রেকর্ড

আরও এক বছরের জন্য ম্যানসিটিতেই থাকছেন গার্দিওলা

পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের!

ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন সৌম্য-সোহানরা