ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জ্যাকুলিনের জন্য জেলে বসে ট্রাম্পকে চিঠি দিলেন প্রেমিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১২:৫৩

আর্থিক দুর্নীতি মামলায় জড়িয়ে কারাবাসে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। একই বিতর্কে জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। তবে এই মুহূর্তে দিল্লির কারাগারে রয়েছেন সুকেশ। সেখান থেকে জ্যাকুলিনের উদ্দেশে একের পর এক চিঠি লিখে পাঠান তিনি। কখনও ছবি আঁকেন, কখনও আবার প্রেম উদ্‌যাপন করেন এই চিঠির মাধ্যমেই।

এবার প্রেয়সীর জন্য চিঠি লিখে সোজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠালেন সুকেশ। সেখানে আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন, এমনকি ট্রাম্পকে ‘বড়দা’ বলেও সম্বোধন করেছেন তিনি।

ওই চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন, “এই পৃথিবী যেমন, তেমনভাবেই গ্রহণ করুন, বা আপনি যেভাবে দেখতে চান, সেভাবেই দেখুন।” সেই কথাগুলো আমার কানে আজ আবার বাজল। আমাকে এমন উৎসাহ, ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ভালোবাসি ভাই।

চিঠিতে প্রেয়সীর জন্য আর্জিও রেখেছেন সুকেশ। তাকে নিয়ে আমেরিকায় বিনিয়োগ করার ইচ্ছেও প্রকাশ করা হয় চিঠিতে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প নাকি আরও একটি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে। বলেছিলেন, ‘নিজের প্রেয়সীকে সব সময় সম্মান দিয়ে রাখবেন। সব সময় তাকে মাথায় তুলে রাখবেন।’ সে কথা তুলে ধরে আমেরিকায় এক স্টুডিওতে ১৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করলেন সুকেশ। ট্রাম্পকে জানান, জ্যাকুলিনের জন্যই নাকি সুকেশের এই পরিকল্পনা।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকুলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  জ্যাকুলিন কোনোভাবেই জড়িত নন। 

এমএসএম / এমএসএম

সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম

প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না : চমক

ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক

‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’

আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের