ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

অনেকেই আমাকে উপদেষ্টা হিসেবে চায়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৪:০

অনেকেই হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন তিনি নিজেই। হিরো আলম বলেন, গত দুইদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে, পোস্ট করছে— ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর রামপুরায় নিজ অফিসে এই সংবাদ সম্মেলন করেন হিরো আলম।

ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা বিতর্ক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠে দেখিনি। দু-একটি স্ট্যাটাস দিতে দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি।

যেসব ছাত্র শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত বলে মনে করেন তিনি। ফারুকীকে উপদেষ্টা করা নিয়ে প্রশ্ন তুলে আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কী একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন? সে দেশের জন্য কী করেছে?

রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন জানিয়ে হিরো আলম বলেন, ‘আমি রাজনীতিতে আর ফিরব না। আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য কেউ করবেন না। কারণ আমি যদি উপদেষ্টা হতে চাই আপনারা বলবেন— হিরো আলমের যোগ্যতা নেই, দেশের একটা অযোগ্য লোককে স্থান দিল আবার।’

লেখাপড়া ও চেহারা ছাড়া আর কোনোদিকে অযোগ্য নন দাবি করে তিনি বলেন, ‘হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে। যেকোনো অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করে। এমন সবদিকেই যোগ্যতা আছে। শুধু দুইটা যোগ্যতা নাই— হিরো আলমের লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না।’

এমএসএম / এমএসএম

সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম

প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না : চমক

ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক

‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’

আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের