ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

তিন মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৪:৪২

অবশেষে দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং লাগাতার আন্দোলনে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় জেলা শহরের বাজার স্টেশন থেকে জামতৈল স্টেশন হয়ে সিরাজগঞ্জ-ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করেছে। এ সময় দীর্ঘদিন ধরে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয়া জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ বাজার স্টেশনের যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জামতৈল রেলস্টেশনে এসে যাত্রীদের শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ দাবি অনেক সময় দেখি আমাদের এক্সপ্রেস ট্রেনটি ফেলে রেখে রাজশাহী ও অন্যান্য এক্সপ্রেস ট্রেন চলে যায় । আমরা চেয়ে চেয়ে দেখি এটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে আমাদেরকে যেন কোন সাইড দিতে না হয় একটি এক্সপ্রেস ট্রেনের যেভাবে চলা উচিত সেই ভাবে যেন চলে এবং নির্ধারিত সময় মত যেন গন্তব্যস্থানে পৌঁছায় এটাই আমাদের জোর দাবি।

এসময় জামতৈল স্টেশনের ঢাকাগামী যাত্রী রোকেয়া সুলতানা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা খুবই আশাহত ছিলাম। এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

জামতৈল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী আশুতোষ সাহা বলেন, এই ট্রেনটি বন্ধ থাকায় কামারখন্দ এবং সিরাজগঞ্জবাসীর ট্রেনের যাতায়াত ব্যবস্থায় এক ধরনের অস্থিরতার মধ্যে ছিল। ট্রেন পুনরায় চালু হওয়ায় সেটা আর নেই।

এসময় জামতৈল রেলস্টেশন মাস্টার হান্নান সরকার বলেন, ট্রেনটি দীর্ঘদিন বন্ধ থাকার পর রেল দিবস উপলক্ষে পুনরায় চালু হল। এতে করে কামারখন্দ, বেলকুচি এবং সিরাজগঞ্জবাসীর যারা এই ট্রেনটিতে যাতায়াত করে ঢাকায় অফিস ধরতেন। বন্ধ থাকায় তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই দুর্ভোগের অবসান হয়ে গেল। আজ থেকে আবার আগের টাইমে অর্থাৎ সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ৬টায় ছেড়ে জামতৈল রেলস্টেশনে ৬টা ২০ মিনিটে ঢুকে ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। টিকিট জামতৈল এবং সিরাজগঞ্জ রেলস্টেশন এখন অনলাইনে যুক্ত সুতরাং অনলাইন এবং প্লাটফর্মে দুই স্থানেই টিকিট পাওয়া যাবে।

উল্লেখ্য গত ৪আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।

T.A.S / T.A.S

দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম

নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস

হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা

এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী

শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ

তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা

শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল

তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা

চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন

হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা

চন্দনাইশে পল্লী বিদ্যুৎ নিয়ে তামাশার প্রতিবাতে বিক্ষোভ ও মানববন্ধন