ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রোনালদোর অসাধারণ বাইসাইকেল কিকে পর্তুগালের বড় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৭:২৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার প্রমাণ করেছেন যে বয়স শুধুই একটি সংখ্যা। সদ্য অনুষ্ঠিত ইউরোপীয় নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। এই জয়ে রোনালদোর ভূমিকা ছিল অসামান্য, তিনি করেছেন দুইটি গোল এবং একটি অ্যাসিস্ট।

পর্তুগালের এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরো সুসংহত করল আর একই সাথে ৩৯ বছর বয়সেও রোনালদো দেখালেন কেন তিনি মাঠে এখনও পর্তুগালের মেইন ম্যান। ম্যাচে তার দ্বিতীয় গোলটি ছিল একটি দুর্দান্ত বাইসাইকেল কিক, যা দর্শকদের মুগ্ধ করেছে।

রোনালদো সম্প্রতি পর্তুগাল ফুটবল ফেডারেশনের গালায় তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে 'কুইনা দে প্লাটিনো' পুরস্কার গ্রহণ করেন। সেখানেই তিনি তার ক্যারিয়ার নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। তিনি স্বীকার করেন যে ১,০০০ গোলের লক্ষ্যটি হয়তো অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী, তবে বর্তমান মুহূর্তকে উপভোগ করাই এখন তার মূল লক্ষ্য।

এই মৌসুমে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে, যা তাকে ইউরোপীয় নেশন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে নিয়ে গেছে। তার সঙ্গে রয়েছেন স্লোভেনিয়ার বেঞ্জামিন শেশকো। এছাড়া, রোনালদো এরলিং হলান্ডকে ছাড়িয়ে গেলেন গোলসংখ্যায়।

সাম্প্রতিক এই জয়ে রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩২তম জয় অর্জন করেছেন, যা স্পেনের সার্জিও রামোসের ১৩১ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

পোলান্ডের বিপক্ষে ম্যাচটিতে রোনালদোর জোড়া গোল ছাড়াও গোল এসেছে পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও ও ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে।

রোনালদোর ধারাবাহিক সাফল্য এবং নতুন নতুন রেকর্ড গড়া তাকে ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় অবস্থানে নিয়ে গেছে। তার অসাধারণ পারফরম্যান্সে ভক্তরা উচ্ছ্বসিত, এবং তার ১,০০০ গোলের স্বপ্ন পূরণের অপেক্ষায় দিন গুনছেন।

T.A.S / T.A.S

বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের সামনে ৮ রেকর্ডের হাতছানি

‘আইপিএল নিলামের সব রেকর্ড ভেঙে ফেলবেন পান্ত’

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নতুন যে দায়িত্ব পেলেন সালাউদ্দিন

১৪ বছর পর ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!

পাকিস্তানে খেলা, দৃৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ভারত

এবার নারীদের ক্রিকেটেও স্পন্সর পেল বিসিবি

পদত্যাগ করলেন মেসিদের কোচ

আর্জেন্টিনার জয়ে লিওনেল মেসির অনন্য রেকর্ড

আরও এক বছরের জন্য ম্যানসিটিতেই থাকছেন গার্দিওলা

পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের!

ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন সৌম্য-সোহানরা

দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন আইপিএলে ফিক্সিং করা ক্রিকেটার

কোকেন সেবন করে এক মাসের জন্য নিষিদ্ধ কিউই পেসার