ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কোকেন সেবন করে এক মাসের জন্য নিষিদ্ধ কিউই পেসার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ৩:৫৬

নিষিদ্ধ মাদক কোকেন সেবন করার দায়ে নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েলকে এক মাসের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জানুয়ারিতে কিউইদের ঘরোয়া টুর্নামেন্ট সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটনের মধ্যে ম্যাচের শেষে তার ডোপ টেস্ট পরীক্ষা করা হয়। পরে ইতিবাচক ফলাফল আসলে তার বিরুদ্ধে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

যদিও নিষিদ্ধ হওয়া সেই ম্যাচে ব্রেসওয়েল ২১ রান দিয়ে ২ উইকেট নেন। দুই ক্যাচের পাশাপাশি ছিল ৩০ রানও ছিল তার। হয়েছিলেন ম্যাচসেরা। কিন্তু এই ম্যাচের পরেই ব্রেসওয়েল নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। ব্রেসওয়েলের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় এই ক্রিকেটারের নিষিদ্ধ মাদক সেবন করার ঘটনা প্রমাণিত হয়েছে। 

স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করেছে, ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরের সময় কোকেন ব্যবহার করেছেন এবং এটি খেলার সাথে সম্পর্কিত নয়। ফলে, তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেটি এক মাসে কমিয়ে আনা হয়। নিষেধাজ্ঞাটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছে এবং ইতোমধ্যে সেটি শেষ হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করেছেন এবং এটি থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আমাদের প্রত্যাশার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং আমরা তাকে সহায়তা প্রদান চালিয়ে যাব।’ 

এর আগেও অবশ্য ক্যারিয়ারে নিষেধাজ্ঞায় পড়েছিলেন কিউই এই পেসার। ২০১৭ সালে তাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক বছরের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করা হয়। এর আগে ২০১০ এবং ২০০৮ সালেও একই অপরাধের জন্য শাস্তি পেয়েছেন। 

জাতীয় দলে ২০২৩ সালের সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলেছেন তিনি। এরপর থেকে জাতীয় দলের বাহিরেই আছেন ব্রেসওয়েল। এ পর্যন্ত তিন ফরম্যাট জুড়ে ৬৯টি ম্যাচ খেলেছেন কিউই এই পেসার। 

স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশনের প্রধান নির্বাহী রেবেকা রোলস বলেছেন, ‘অ্যাথলেটদের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ স্থাপন করার দায়িত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড তরুণদের উপর প্রভাব ফেলে এবং তারা যেন সুস্থ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিনোদনমূলক মাদক, যেমন কোকেন, অ্যাথলেটদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। এগুলোর ব্যবহার যে কোনো স্তরের খেলাধুলার জন্য একটি গুরুতর সমস্যা।’ 

এমএসএম / এমএসএম

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?