নরসিংদীতে টেঁটাযুদ্ধে আহত ১০
নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে টেঁটা যুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর গ্রামের মনসুর আলী বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজন সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মনসুর আলী বাড়ির পক্ষের আহতরা হলেন, কালিকাপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে মকবুল হোসেন (২৫), মৃত সাদাত আলীর ছেলে আশরাফ আলী (৪৫) মৃত মুক্তিযোদ্ধা শুক্কুর আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) ও ছায়দুল ইসলাম(২৫) এবং শুক্কুর আলীর স্ত্রী আমেনা বেগম (৬০), বাচ্চু মিয়ার স্ত্রী সখিনা বেগম।
সাবুদ আলীর বাড়ির পক্ষের আহতরা হলেন, মস্তু মিয়ার ছেলে মোখলেস (৫০), আলী আজমের ছেলে নাজীর মিয়া, মৃত কালু মিয়ার ছেলে লাক মিয়া (৪২)। আহতরা প্রত্যেকেই কালিকাপুর গ্রামের। আহতদের মধ্যে মকবুল মিয়া চোখের ওপরে ককটেল বিস্ফোরণে আঘাত পেয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। এছাড়া অন্যান্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক বছর আগে নজীর মিয়া একই এলাকার হাসান মিয়ার ছেলে মনু মিয়ার কাছ থেকে একটি জমি কেনেন। একই জমি অন্য আরেকজনকে কিনে দিতে চান নান্নু মিয়া মেম্বার। নান্নু মেম্বার ও নজীর মিয়া একই বাড়ির। নান্নু মিয়ার পক্ষে জড়িত হয় হুমায়ুন কবির বরকত আলী। হুমায়ুন কবির বরকত আলী সাবুত আলী বাড়ির নেতৃত্ব দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
T.A.S / T.A.S