ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

টেলিগ্রাম অ্যাপ থেকে ফ্রিতে সিনেমা ডাউনলোডের উপায়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১১:৪৪

টেলিগ্রাম অ্যাপ থেকে ফ্রিতে সিনেমা ডাউনলোড করার সুযোগ রয়েছে। এই অ্যাপ থেকে নতুন-পুরনো, বাংলা, হিন্দি, ইংরেজিসহ নানা ভাষার ছবি কিংবা ওয়েব সিরিজ ডাউনলোড করা যাবে। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি।

১. স্মার্টফোনে না থাকলে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন টেলিগ্রাম অ্যাপটি।

২. এবার ফোন নম্বর ও নাম দিয়ে অ্যাপটি চালু করুন।

৩. চ্যাটের হোম পেজের ডানদিকে উপরে একটি সার্চ বাটন আছে, সেটি ক্লিক করুন।

৪. এবার যে সিনেমা কিংবা ওয়েব সিরিজটি ডাউনলোড করতে চান, সেখানে টাইপ করুন।

৫. আপনার স্ক্রিনে ভেসে উঠবে সেই সিনেমার ছবি। একাধিক অপশনও দেখাতে পারে।
৬. অশপন বেছে ক্লিক করুন। তাহলেই দেখতে পাবেন, ডাউনলোডের লিংক দেখাচ্ছে। অনেক সময় একাধিক সাইজের অপশনও দিয়ে থাকে। অর্থাৎ, আপনি বিরাট কিছু ভাল কোয়ালিটি না চাইলে কম সাইজের ছবিও ডাউনলোড করতে পারেন। এতে ডেটাও কম খরচ হবে।

প্রীতি / প্রীতি