ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপ পাওয়ার র‌্যাঙ্কিং: শীর্ষে স্পেন, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ৪:৪১

ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শুরু হয়নি। দলগুলো উয়েফা নেশন্স লিগ খেলছে। তবে তাদের পারফরম্যান্স দিয়ে শক্তিমত্তা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১২টি করে ম্যাচ হয়ে গেছে। 

বিশ্বকাপের এখনো ১৮ মাস বাকি। আগামী মার্চের আগে আন্তর্জাতিক সূচি না থাকায় দল গোছানোর জন্য দেড় বছরেরও কম সময় পাচ্ছে দেশগুলো। তবে সংবাদ মাধ্যম গোল কাতার বিশ্বকাপ পরবর্তী সময়ে দলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে বিশ্বকাপের একটি র‌্যাঙ্কিং প্রস্তুত করেছে। 

ওই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা তালিকায় ফেবারিট হিসেবেই জাগয়া পেয়েছে। ফ্রান্সও আছে ফেবারিটের তালিকায়। তবে ব্রাজিল ও বেলজিয়াম বেশ বিপদে আছে। 

স্পেন-আর্জেন্টিনার দাপট: ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। উয়েফা নেশন্স লিগে সবার চেয়ে বেশি ১৬ পয়েন্ট তুলেছে তারা। গ্রুপ পর্বে সেরা দল ছিল স্পেন। ২০২৬ বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে তারা। আর্জেন্টিনাও বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে টেবিলে শীর্ষে থেকে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন তারা। যে কারণে আছে দুইয়ে। এছাড়া জার্মানি র‌্যাঙ্কিংয়ে তিনে উঠেছে। ইংল্যান্ড আছে চারে। 

ইতালির ফেরা, কলম্বিয়ার চমক: টানা দুই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইতালি। কাতার বিশ্বকাপের আগে ইউরো জয়ী দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায়নি। এবার আবার ভালো ছন্দে আছে আজ্জুরিরা। তারা সাতে জায়গা পেয়েছে। চমক দিয়েছে কলম্বিয়া। তারা আছে নয়ে। কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সকে পাঁচে রাখা হয়েছে। ছয়ে আছে পর্তুগাল। আটে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস। 

হতশ্রী ব্রাজিল-বেলজিয়াম: মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বকাপের আগে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে দশে জায়গা পেয়েছে তারা। তবে সেরা দশে থাকার মতো ফুটবল দরিভাল জুনিয়রের দল খেলছে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। সোনালি প্রজন্মের শেষ দেখে ফেলা বেলজিয়াম আছে ১৪ নম্বরে। ১১ নম্বরে নাম তুলে মরক্কো চমক দিয়েছে। ক্রোয়েশিয়া আছে ১২তে। বিশ্বকাপের স্বাগতিক কানাডা ১৩ ও যুক্তরাষ্ট্র আছে ১৫ নম্বরে।

এমএসএম / এমএসএম

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি