ঢাকা বৃহষ্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

লোকসংগীতে ফাস্ট ক্লাস পেয়েছেন সংগীত শিল্পী ইসরাত জাহান জুঁই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:২৯
 জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ঢাকা বোর্ডের অধীনে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান 'ইন্টারমেডিয়েট অব মিউজিক' ও সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীত বিভাগ থেকে বিভাগের সবার চেয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে অনার্সে ফাস্ট ক্লাস(১ম স্থান) পেয়ে পাস করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই।
 
প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ এর সহধর্মিনী সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই ।দাম্পত্য জীবনে তাহাদের একমাত্র ছেলে নাহিয়ান ইসলাম রাজ‍্য। ছেলে নাহিয়ান ইসলাম রাজ‍্যকে নিয়ে দুইজনের নানানমূখী ভবিষ‍্যত পরিকল্পনা রয়েছে । 
 
এই বিষয়ে সংগীত শিল্পী ইসরাত জাহান জুঁই এর কাছে জানতে তাইলে তিনি বলেন,আল্লাহপাকের অশেষ মেহেরবাণী ও আমার বাবা মায়ের দোয়ায় আমি সংগীতে আমার বিভাগের সবার চেয়ে বেশী নাম্বার পেয়ে ফাস্ট ক্লাস পেয়ে অনার্সে পাশ করেছি।শত ব‍্যস্ততা ও প্রতিকুলতার মাঝে ১ম স্থান পেয়েছি শুনে সত‍্যি আমি আনন্দিত।সংগীতের উপর পড়াশুনা করে নিজেকে আরো অনেক দুর নিয়ে যেতে চাই। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই দিনটি পেয়েছি সকলে আমার জন‍্য ও আমার একমাত্র ছেলে নাহিয়ান ইসলাম রাজ‍্যের জন‍্য দোয়া করবেন।

এমএসএম / এমএসএম