শেকৃবিতে জিআইএস প্রশিক্ষণ নিলেন ৭৬ শিক্ষার্থী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জিআইএস কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষি প্রকৌশল বিভাগ ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব (SAUCC) যৌথভাবে আয়োজিত এই কোর্সে ৭৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল লতিফ। অন্যান্য গণ্যমান্য অতিথির মধ্যে ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হোসেন জুয়েল এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন।। এছাড়াও ক্লাব মডারেটরদের মাঝে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মোঃ মাসুদুল হাসান ও নাজমুস সাকিব অনিক। অনুষ্ঠান পরিচালনায় সঞ্চালক হিসেবে ছিলেন শেরেবাংলা কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতিখার আলম ওমর। কোর্সটি সমন্বয় করেন কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং SAUCC সভাপতি সাদিয়া হোসেন মিম, কোর্স পরিচালক, মডারেটর, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন ও প্রো-ভাইস চ্যান্সেলর বক্তব্য রাখেন। পরবর্তীতে উপাচার্য শীর্ষ তিনজন প্রশিক্ষণার্থিকে সার্টিফিকেট ও উপহার প্রদান করেন। সবশেষে ভাইস চ্যান্সেলরের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানটির বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন জিআইএসের বহুমাত্রিক দিক সম্পর্কে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন। বৈশ্বিক পটভূমিতে কৃষি বালাই ব্যবস্থাপনা এবং অনিষ্ঠকারী পোকা দমন এবং বন্ধু পোকাদের সংরক্ষণ কিভাবে করা যায় সেই বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন শ্রোতাদের উদ্দেশ্যে। তিনি বলেন, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি বিজ্ঞান রয়েছে। একটি এগ্রিকালচার, আরেকটি চিকিৎসা এবং আরেকটা কম্পিউটার বিজ্ঞান। আমাদের শিক্ষার্থীরা এগ্রিকালচার বিজ্ঞানে পড়ছে সাথে কম্পিউটার স্কিলেও দক্ষ হচ্ছে। আশা করছি তারা দেশে-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল লতিফ জিআইএস এর সাহায্যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে উন্নয়ন সাধনের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন। এবং মাঠ পর্যায়ে কৃষকদের জিআইএস এর সুফল পৌঁছে দিতে কৃষিবিদদের ভূমিকা তুলে ধরেন। সাথে সাথে তিনি প্রশিক্ষনার্থীদেরকে এ প্রযুক্তি ভালোভাবে শিখে, কর্মক্ষেত্রে জিআইএস ব্যবহারের মাধ্যমে কৃষির আধুনিকায়নে ভূমিকা রাখতে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, বর্তমানে যে যত ডিজিটাল স্কিলে এগিয়ে সে অন্যদের চাইতে তত এগিয়ে। জনবলকে জনশক্তিতে রূপান্তরে কম্পিউটার স্কিল ডেভলপমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টে সর্বোচ্চ সহযোগিতা করবে।
অনুষ্ঠানের শেষে উপাচার্যসহ অন্যান্য অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ।
T.A.S / T.A.S

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
