ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কোহলির সেঞ্চুরি ও বুমরাহর আগুনে বোলিংয়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২৪ বিকাল ৫:১৩

পার্থে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলমান টেস্টে ভারতের দাপট অব্যাহক রয়েছে। তৃতীয় দিনে ১৭২ রানে অপরাজিত দুই ওপেনারের শুরুটা দারুণ হলেও দিনের শেষে ভারতীয় শিবিরে আরও বড় আনন্দ নিয়ে মাঠ ছাড়ে। যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ইনিংস, বিরাট কোহলির কাঙ্ক্ষিত সেঞ্চুরি এবং জাসপ্রিত বুমরার আগুনে বোলিং অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

শুরুর দিকে ভারতের হয়ে জয়সওয়াল তার মেজাজ দেখিয়েছেন। তবে শতকের কাছাকাছি গিয়েও ক্লাসিকাল ইনিংস খেলা লোকেশ রাহুল তা পূর্ণ করতে ব্যর্থ হন। এদিকে, লাঞ্চের পর প্রথম বলেই আউট হন দেবদত্ত পাডিক্কাল।

বিরাট কোহলি মাঠে নেমে জয়সওয়ালের সঙ্গে কিছুক্ষণ ক্রিজ ভাগ করেন। তবে দ্বিশতকের কাছে পৌঁছানো জয়সওয়াল দুর্ভাগ্যবশত পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। উইকেট কিছুটা বিরূপ আচরণ করছিল, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একপর্যায়ে ভারত ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

তবে ওয়াশিংটন সুন্দর এবং পরে নীতিশ রানার সাহসী ব্যাটিংয়ের সঙ্গে কোহলির দৃঢ়তা ভারতকে বিপদমুক্ত করে। কোহলি তার ইনিংস ধীরে শুরু করলেও, পরে গতি বাড়িয়ে বহুদিন পর একটি সেঞ্চুরি তুলে নেন। ভারতের ৪৮৭/৬ উইকেটে ইনিংস ঘোষণার পরপরই শুরু হয় অস্ট্রেলিয়ার বিপর্যয়।

দিনের শেষ দিকে ৫৩৪ রানের ম্যামথ টার্গেটে অস্ট্রেলিয়ার সামনে ছিল একটি কঠিন পরীক্ষা। জাসপ্রীত বুমরা নতুন বলে তার পরিচিত তীক্ষ্ণতা দেখান। ম্যাকসুইনি এবং মার্নাস ল্যাবুশেনকে লেগ বিভোরের ফাঁদে ফেলেন তিনি, যেখানে উইকেটের কিছু মন্দ আচরণ তার সহায় হয়। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্যাট কামিন্সকেও মোহাম্মদ সিরাজের বলে প্যাভিলিয়নে ফিরতে হয়। দিনশেষে ১২ রানে ৩ উইকেট হারানো অজিদের চোখ রাঙাচ্ছে বড় পরাজয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত: ১ম ইনিংস ১৫০/১০, ২য় ইনিংস ৪৮৭/৬ (জয়সওয়াল ১৬১, কোহলি ১০০, লায়ন ২/৯৬)

অস্ট্রেলিয়া: ১ম ইনিংস ১০৪/১০, ২য় ইনিংস ১২/৩ ( খাজা ৩*, বুমরা ২/১)

অস্ট্রেলিয়ার দরকার: ৫২২ রান

T.A.S / এমএসএম

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি